Ajker Patrika

কখন আসবে টিসিবির ট্রাক, সন্তান কোলে খাদিজার অপেক্ষা আর ফুরাল না

আয়নাল হোসেন, ঢাকা
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ২২
কখন আসবে টিসিবির ট্রাক, সন্তান কোলে খাদিজার অপেক্ষা আর ফুরাল না

দুপুর ২টা ১৮ মিনিট। পুরান ঢাকার পলাশী মোড়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তেল চিনি ডাল পেঁয়াজ কেনার জন্য বহু মানুষের ভিড়। তখনো ট্রাক আসেনি। অপেক্ষা করতে করতে অনেকে সড়কের কার্নিশে বসে পড়েছেন। ক্লান্তিতে ঢুলছেন অনেকে। 

নাজিম উদ্দিন রোডের চা বিক্রেতা আবদুর রহমানের স্ত্রী খাদিজা বেগম এসেছেন সেই সকাল ৯টায়। ছয় মাসের শিশুকে কোলে নিয়ে অপেক্ষা করছেন তিনি। দুপুর গড়িয়ে গেলেও টিসিবির ট্রাকের দেখা নেই। দীর্ঘক্ষণ অপেক্ষায় শরীর ক্লান্ত হয়ে পড়ে। বসে পড়েন তিনি। কোলেই ঘুমিয়ে পড়ে দুগ্ধপোষ্য শিশুটি। একপর্যায়ে নিজেও ঘুমিয়ে পড়েন খাদিজা। 

খাদিজার মতোই শতাধিক নারী-পুরুষকে টিসিবির ট্রাকের প্রতীক্ষায় সকাল থেকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। 

কথা হয় খাদিজার পাশে বসে থাকা এক নারীর সঙ্গে। তিনি জানান, এখন তো টিসিবির ট্রাকের পণ্য দ্রুতই শেষ হয়ে যাচ্ছে। ইদানীং লাইনও হচ্ছে বেশ দীর্ঘ। তাই তিনি এসেছেন সেই সকাল ৮টায়। 

আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) ছিল টিসিবির সাশ্রয়ী দামে পণ্য বিক্রির শেষ দিন। সে কারণেই অনেকেই সকাল সকাল এসে ট্রাকের জন্য প্রতীক্ষা করছেন। বেলা ৩ টায়ও পলাশি মোড়ে টিসিবির ট্রাকের দেখা পাননি ক্রেতারা। অথচ আজ টিসিবির ট্রাক সেলের তালিকায় পলাশির মোড় নেই বলে জানা গেছে। ফলে খাদিজা বেগমদের নিশ্চয় আজ খালি হাতে ফিরে যেতে হয়েছে। 

বৈশ্বিক মহামারি করোনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেল চিনি ডালসহ নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে দেশের নিম্ন ও নিম্নবিত্ত মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। পণ্যের দাম শুধু বাড়ছেই। কিন্তু সাধারণ মানুষের আয় তো বাড়ছেই না বরং বহু মানুষ কাজ হারিয়েছেন, কারও আয় কমে অর্ধেক হয়ে গেছে। এ কারণে সাশ্রয়ী দামে টিসিবির তেল চিনি ডাল কিনতে আসা মানুষের লাইনও দীর্ঘ হচ্ছে। অনেকেই দীর্ঘ অপেক্ষার পরও পণ্য না পেয়ে ফিরে যাচ্ছেন। মাসখানেক ধরেই এ দৃশ্য দেখা যাচ্ছে। 

জানতে চাইলে টিসিবির মুখপাত্র হুমায়ূন কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘আজ শনিবার ১১৬টি ট্রাকে পণ্য সরবরাহ করা হয়েছে। এতে পলাশি মোড়ে আজকে কোনো ট্রাক ছিল না। ট্রাক যেসব স্থানে থাকবে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। আজ রাজধানীর ৫৮টি স্থানে ট্রাকে পণ্য বিক্রি হয়েছে।’ 

বাজারে খুচরা পর্যায়ে প্রতি লিটার সয়াবিন তেলের বোতল বিক্রি হচ্ছে ১৬০-১৬৮ টাকা, চিনি ৭৫-৮০ টাকা, ডাল ৯৫-১০০ টাকা ও পেঁয়াজ ৪৫-৫৫ টাকায়। আর টিসিবির ভর্তুকি মূল্যে প্রতি লিটার সয়াবিন তেলের বোতল ১১০ টাকা, চিনি ৫৫ টাকা, ডাল ৬৫ টাকা এবং পেঁয়াজ ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এতে একজন ভোক্তা জনপ্রতি ২ কেজি চিনি ২ কেজি ডাল ২ কেজি পেঁয়াজ ও দুই লিটার তেলসহ প্যাকেজ কিনলে ব্যয় হয় ৫৪০ টাকা। অথচ বাজারে একই পরিমাণ পণ্য কিনলে ভোক্তাকে ব্যয় করতে হচ্ছে ৭৬০ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত