Ajker Patrika

গোপালগঞ্জে বাসের ধাক্কায় নসিমন আরোহী ৩ ব্যবসায়ী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে বাসের ধাক্কায় নসিমন আরোহী ৩ ব্যবসায়ী নিহত

গোপালগঞ্জে বাসের ধাক্কায় নসিমন আরোহী ৩ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার তালা বাজার থেকে নসিমনে করে গোপালগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন ৪ সবজি ব্যবসায়ী। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোনাশুর নামক স্থানে পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি বাসের ধাক্কায় নসিমনটি ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ব্যবসায়ী ও নসিমন চালক দিনেশ অধিকারী (৫৫) নিহত হন। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে অপর দুই ব্যবসায়ী সঞ্জয়  বৈরাগী (৩৫) ও মিহির বৈরাগীর (৪০) মৃত্যু হয়। 

নিহতদের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার আন্ধারকোটা গ্রামে। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ায় বাসটি আটক করা সম্ভব হয়নি বলে জানান ওই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত