Ajker Patrika

খিলগাঁওয়ে পরীক্ষায় অকৃতকার্য হয়ে কলেজছাত্রীর ‘আত্মহত্যা’

ঢামেক প্রতিবেদক
খিলগাঁওয়ে পরীক্ষায় অকৃতকার্য হয়ে কলেজছাত্রীর ‘আত্মহত্যা’

রাজধানীর খিলগাঁওয়ের সিপাহিবাগের গলায় ফাঁস দিয়ে রিয়া নামের এক কলেজশিক্ষার্থী ‘আত্মহত্যা’ করেছে বলে খবর পাওয়া গেছে। পরিবার বলছে, খিলগাঁও গার্লস কলেজে উচ্চ মাধ্যমিক ১ম বর্ষে পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে সে। 

গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সিপাহিবাগ চারতলা গলির একটি বাসায় এ ঘটনা ঘটে। উদ্ধার করে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিলে চিকিৎসক সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

জাো গেছে, রিয়ার বাবার নাম রিপন মিয়া। তাঁর গাড়ির ব্যবসা রয়েছে। তাঁদের গ্রামের বাড়ি কুমিল্লা। বাবা-মা ও ছোট বোনসহ সিপাহিবাগ থাকতেন। 

রিয়ার চাচা স্বপন মিয়া জানান, গত বৃহস্পতিবার কলেজের দ্বিতীয় বর্ষে ওঠার জন্য ফলাফল ঘোষণা করে। সেখানে রিয়া পাঁচটি বিষয়ে অকৃতকার্য হয়। পরিবার থেকে কোনো চাপ না দিলেও মন খারাপ করেছিল রিয়া। গতকাল বিকেলে তার বাবা কাজে গেলে ও মা ছোট বোনকে নিয়ে কোচিং যাওয়ার পর ফাঁকা বাড়িতে দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয়। পরে ঘণ্টাখানেক পর তার মা ফিরে এসে দরজা বন্ধ দেখতে পায়। তখন জানালা দিয়ে দেখতে পান ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে রিয়া। 

স্বজনরা বলছেন, পরে প্রতিবেশীদের সহযোগিতার দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থা থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, রিয়ার মরদেহটি মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত