Ajker Patrika

রায়েরবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

ঢামেক প্রতিনিধি
রায়েরবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

রাজধানীর রায়েরবাগে নির্মাণাধীন ভবনের কাজ করার সময় নিচে পড়ে রুবেল (৩০) নামে এক শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছে নয়ন (২৫) নামে আরেক শ্রমিক। 

আজ সোমবার সকাল ১০টার দিকে রায়েরবাগ মসজিদ গলিতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রুবেলের। আহত অবস্থায় নয়নকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তাঁদের সহকর্মী আব্দুর রহিম জানান, তাঁরা কয়েক বছর ধরে নির্মাণাধীন ভবনটিতে রাজমিস্ত্রি হিসেবে কাজ করছেন। আজ সকালে ১০ তলা ভবনের ৮ম তলার বাইরের দেয়ালে মাচান বেঁধে কাজ করছিলেন রুবেল ও নয়ন। হঠাৎ মাচান ভেঙে দু’জনই নিচে পড়ে যান। ঘটনাস্থলেই মারা যান রুবেল। আহত নয়নকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। 

সহকর্মীরা জানান, রুবেলের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায়। তাঁর বাবার নাম তাহাজুল ইসলাম। আহত নয়নের বাড়িও একই উপজেলায়। বাবার নাম মোহাম্মদ নবী। তাঁরা দুজনে নির্মাণাধীন ভবনেই থাকতেন।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) শংকর কুমার জানান, নির্মাণাধীন ভবনের আট তলায় কাজ করার সময় নিচে পড়ে গিয়ে একজন নিহত ও একজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। মৃতদেহ ময়নাতদন্ত করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

জয়পুরহাটে হত্যা মামলায় স্কুলশিক্ষক গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত