নরসিংদী প্রতিনিধি
ঢাকায় চাঁদা না দেওয়ায় পাথর দিয়ে থেঁতলে মো. সোহাগ নামে এক ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৯টায় নরসিংদী সদর উপজেলা পরিষদ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করে স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা।
মিছিলটি উপজেলা মোড় হয়ে কোর্ট রোড প্রদক্ষিণ করে জেলখানা মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ এলাকায় এসে শেষ হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা দ্রুত সময়ের মধ্যে নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
মিছিলে উপস্থিত ছিলেন ইউনাইটেড পিপলস অব বাংলাদেশের (আপ বাংলাদেশ) নরসিংদী জেলার মুখ্য সংগঠক রুহুল আমিন ফয়সাল, নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী ইউসুফ আহমেদ, রাকিবুল ইসলাম, মুজাহিদুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘নিরাপত্তাহীনতার এই চিত্র কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একের পর এক মানুষ হত্যার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে। এভাবে আর চলতে দেওয়া যায় না।’ এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার কার্যক্রম শুরুর আহ্বান জানান তাঁরা।
উল্লেখ্য, রাজধানীর মিটফোর্ডে চাঁদা না দেওয়ায় সোহাগ নামের ওই ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। পরে পুলিশ যুবদল নেতা মঈনসহ দুজনকে আটক করে। ইতিমধ্যে তাদের যুব দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
নিহত সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ী গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রজনী ঘোষ লেনে ভাঙারির ব্যবসা করছিলেন।
ঢাকায় চাঁদা না দেওয়ায় পাথর দিয়ে থেঁতলে মো. সোহাগ নামে এক ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৯টায় নরসিংদী সদর উপজেলা পরিষদ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করে স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা।
মিছিলটি উপজেলা মোড় হয়ে কোর্ট রোড প্রদক্ষিণ করে জেলখানা মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ এলাকায় এসে শেষ হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা দ্রুত সময়ের মধ্যে নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
মিছিলে উপস্থিত ছিলেন ইউনাইটেড পিপলস অব বাংলাদেশের (আপ বাংলাদেশ) নরসিংদী জেলার মুখ্য সংগঠক রুহুল আমিন ফয়সাল, নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী ইউসুফ আহমেদ, রাকিবুল ইসলাম, মুজাহিদুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘নিরাপত্তাহীনতার এই চিত্র কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একের পর এক মানুষ হত্যার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে। এভাবে আর চলতে দেওয়া যায় না।’ এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার কার্যক্রম শুরুর আহ্বান জানান তাঁরা।
উল্লেখ্য, রাজধানীর মিটফোর্ডে চাঁদা না দেওয়ায় সোহাগ নামের ওই ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। পরে পুলিশ যুবদল নেতা মঈনসহ দুজনকে আটক করে। ইতিমধ্যে তাদের যুব দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
নিহত সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ী গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রজনী ঘোষ লেনে ভাঙারির ব্যবসা করছিলেন।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে