Ajker Patrika

পুলিশের কাজ পুলিশ করবে, আমাদের কাজ আমরা: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৪: ১৮
পুলিশের কাজ পুলিশ করবে, আমাদের কাজ আমরা: মির্জা আব্বাস

সরকারের কাছ থেকে গ্রহণযোগ্য ও পছন্দসই জায়গার প্রস্তাব না এলে নয়াপল্টনেই সমাবেশ করবে বিএনপি। ১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশের স্থান নিয়ে এমনটাই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মির্জা আব্বাস। তিনি বলেন, ‘পুলিশের কাজ পুলিশ করবে। আমরা আমাদের কাজ করব।’ 

সমাবেশ স্থানের অনুমতি প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ‘আমরা নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি চেয়েছি। এখনো এ বিষয়ে আলোচনা চলছে। নয়াপল্টনের বিকল্প হিসেবে আমাদের গ্রহণযোগ্য ও পছন্দনীয় জায়গা দিলে আমরা মেনে নেব। পছন্দ না হলে আমরা যে জায়গার জন্য আবেদন করেছি, সেখানেই সমাবেশ করব। যেসব জায়গার কথা বলা হচ্ছে, সেসব জায়গায় সমাবেশ করার অবস্থা নাই।’

খোলা মাঠে সমাবেশ করা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘আইন বিএনপির বেলায় এক রকম, আওয়ামী লীগের বেলায় অন্য রকম। এমন তো হতে দেওয়া যায় না। যদি এমন নিয়ম হয়ে যে, রাস্তায় কেউ মিটিং করতে পারবে না, আমরা মেনে নেব। কিন্তু সেটা সবার জন্য হতে হবে।’ 

মির্জা আব্বাস বলেন, ‘গ্রেপ্তার ও ভয়ভীতি উপেক্ষা করে নেতা-কর্মীরা সমাবেশ সফল করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরকার কেমন জানি একটা আতঙ্কের মধ্যে আছে। তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে কর্মীদের হয়রানি করছে। তারা বাসায় থাকতে পারছে না, পালিয়ে বেড়াচ্ছে। পুলিশের ভয়ে কর্মীরা ঘুমাতে পারছে না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত