ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওরে অনুষ্ঠিত হয়েছে পার্বণ নবান্ন উৎসব। গ্রামবাংলার নানা অনুষঙ্গ ও আয়োজনে মেতে ওঠে হাজারো মানুষ। নদীর তীরে জমজমাট নবান্ন উৎসবে পিঠাপুলি, লোকগান, খেলাধুলার প্রতিযোগিতাসহ নানা রকম আয়োজন করা হয়।
উপজেলার সাইংজুরি (রামেশ্বরপট্টি) গ্রামে গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কালীগঙ্গা নদীর পাড়ে ইস্পাহানি পার্বণ নবান্ন উৎসবের আয়োজন করে ইস্পাহানির ব্র্যান্ড ‘পার্বণ’ ও প্রথম আলো ডটকম। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আওয়াল খান।
উপস্থাপিকা মৌসুমী মৌয়ের সঞ্চালনায় এ সময় ইস্পাহানির উপমহাব্যবস্থাপক (মার্কেটিং) এইচ এম ফজলে রাব্বি, ইস্পাহানির অ্যাগ্রো প্রসেসিং ইউনিটের ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান, কথাসাহিত্যিক আনিসুল হক বক্তব্য দেন।
উদ্বোধনের পর শুরু হয় মানিকগঞ্জের স্থানীয় লোকশিল্পীদের পরিবেশনায় লোকসংগীতের পালা। চলে লোকসংগীত আর পিঠাপুলির আয়োজন। আসলাম উদ্দিন বয়াতি ও তাঁর দলের শিল্পীরা পরিবেশন করেন বৈঠকি গান। বিকেলে শুরু হয় স্থানীয় ব্যান্ড ‘বিদ্রোহী’র পরিবেশিত গান দিয়ে। এর মধ্যে শুরু হয়ে যায় কুইজ প্রতিযোগিতা। শিশুদের খেলাধুলার নানা ইভেন্ট। পরে স্ট্যান্ডআপ কমেডি পরিবেশন করেন মীরাক্কেল খ্যাত এমদাদুল হক হৃদয়।
মঞ্চ মাতান টিভি অভিনেত্রী শাহনাজ খুশী। গান শোনান জনপ্রিয় শিল্পী সুমী শবনম। অনুষ্ঠানস্থলে বসে নানা রকমের স্টল, নাগরদোলা, বানর নাচ, বায়োস্কোপ ও স্থানীয় কৃষকদের উৎপাদিত কৃষি পণ্য। অনুষ্ঠানে শ্রোতারা গ্রামবাংলার ঐতিহ্য নানা সংস্কৃতির মধ্য দিয়ে উদ্যাপিত এমন অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানান। সন্ধ্যার পর আলো ম্লান হয়ে আসে। ভাঙে কালীগঙ্গা নদীপাড়ের এই মিলনমেলা।
মানিকগঞ্জের ঘিওরে অনুষ্ঠিত হয়েছে পার্বণ নবান্ন উৎসব। গ্রামবাংলার নানা অনুষঙ্গ ও আয়োজনে মেতে ওঠে হাজারো মানুষ। নদীর তীরে জমজমাট নবান্ন উৎসবে পিঠাপুলি, লোকগান, খেলাধুলার প্রতিযোগিতাসহ নানা রকম আয়োজন করা হয়।
উপজেলার সাইংজুরি (রামেশ্বরপট্টি) গ্রামে গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কালীগঙ্গা নদীর পাড়ে ইস্পাহানি পার্বণ নবান্ন উৎসবের আয়োজন করে ইস্পাহানির ব্র্যান্ড ‘পার্বণ’ ও প্রথম আলো ডটকম। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আওয়াল খান।
উপস্থাপিকা মৌসুমী মৌয়ের সঞ্চালনায় এ সময় ইস্পাহানির উপমহাব্যবস্থাপক (মার্কেটিং) এইচ এম ফজলে রাব্বি, ইস্পাহানির অ্যাগ্রো প্রসেসিং ইউনিটের ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান, কথাসাহিত্যিক আনিসুল হক বক্তব্য দেন।
উদ্বোধনের পর শুরু হয় মানিকগঞ্জের স্থানীয় লোকশিল্পীদের পরিবেশনায় লোকসংগীতের পালা। চলে লোকসংগীত আর পিঠাপুলির আয়োজন। আসলাম উদ্দিন বয়াতি ও তাঁর দলের শিল্পীরা পরিবেশন করেন বৈঠকি গান। বিকেলে শুরু হয় স্থানীয় ব্যান্ড ‘বিদ্রোহী’র পরিবেশিত গান দিয়ে। এর মধ্যে শুরু হয়ে যায় কুইজ প্রতিযোগিতা। শিশুদের খেলাধুলার নানা ইভেন্ট। পরে স্ট্যান্ডআপ কমেডি পরিবেশন করেন মীরাক্কেল খ্যাত এমদাদুল হক হৃদয়।
মঞ্চ মাতান টিভি অভিনেত্রী শাহনাজ খুশী। গান শোনান জনপ্রিয় শিল্পী সুমী শবনম। অনুষ্ঠানস্থলে বসে নানা রকমের স্টল, নাগরদোলা, বানর নাচ, বায়োস্কোপ ও স্থানীয় কৃষকদের উৎপাদিত কৃষি পণ্য। অনুষ্ঠানে শ্রোতারা গ্রামবাংলার ঐতিহ্য নানা সংস্কৃতির মধ্য দিয়ে উদ্যাপিত এমন অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানান। সন্ধ্যার পর আলো ম্লান হয়ে আসে। ভাঙে কালীগঙ্গা নদীপাড়ের এই মিলনমেলা।
সিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
১ মিনিট আগেবাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘এম ইলিয়াস আলীর গুমের সঙ্গে যারা জড়িত, যদি আপনারা বিচার করতে সমর্থ না হন, ছাত্রদল নিজ হাতে এর প্রতিশোধ নেবে। আমরা আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ নেব। এম ইলিয়াস আলীকে যে বা যারা গুম করেছে, আমরা তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেব।’
৬ মিনিট আগেগোপালগঞ্জে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (১০ আগস্ট) রাতে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে শিক্ষক মোহাম্মদ মিরাজ হোসেনকে (৪০) আসামি করে মামলাটি দায়ের করেছেন।
১৩ মিনিট আগেবৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম।
৪৪ মিনিট আগে