Ajker Patrika

এইউবির উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন প্রফেসর ড. শাহজাহান খান 

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১৯: ৪৩
এইউবির উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন প্রফেসর ড. শাহজাহান খান 

রাষ্ট্রপতি ও এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের চ্যান্সেলর কর্তৃক এইউবির উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. শাহজাহান খান। গত বুধবার (১২ জানুয়ারি) এইউবির উপাচার্য হিসেবে যোগদান করেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মুহাম্মাদ জাফার সাদেক ও ট্রেজারার প্রফেসর ড. মো. নুরুল ইসলাম, ট্রাস্ট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ। আরও উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান, একাডেমিক ও অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগের প্রধানেরা। 

প্রফেসর ড. শাহজাহান খান কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিও থেকে ম্যাথমেটিক্যাল স্ট্যাটিসটিকস পিএইচডি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে বিএসসি (সম্মান) প্রথম শ্রেণি ও এমএসসিতে প্রথম শ্রেণি অর্জন করেন। 

তিনি ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে তাঁর শিক্ষকতা জীবন শুরু করেন, পরে সহকারী অধ্যাপক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন এবং যুক্তরাজ্যে কমনওয়েলথ বৃত্তি লাভ করেন। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড, কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল, সৌদি আরবে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। 

ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়ায় অধ্যাপক ও পরিসংখ্যানের প্রতিষ্ঠাতা অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়, ওমান ও বাহরাইন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। প্রফেসর ড. শাহজাহান খান ১৯৫৩ সালে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ভোট বয়কট প্রগতিশীলদের, পুনর্নির্বাচন দাবি

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা

প্রশাসনের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ ছাত্রদল সমর্থিত ভিপির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত