Ajker Patrika

স্পিকারের সঙ্গে নবনির্বাচিত বিপিজেএ কমিটির সাক্ষাৎ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১৭: ৪৬
স্পিকারের সঙ্গে নবনির্বাচিত বিপিজেএ কমিটির সাক্ষাৎ 

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) নবনির্বাচিত কমিটির নেতারা সাক্ষাৎ করেছেন। আজ সোমবার জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে সাক্ষাৎ করেন তাঁরা। সাক্ষাৎকালে তাঁরা গণমাধ্যম ও বিপিজেএ নির্বাচনসহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। 

নবনির্বাচিত কমিটির নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে স্পিকার বলেন, ‘বিদায়ী কমিটি ও নবনির্বাচিত কমিটির নেতাদের একসঙ্গে কাজ করতে হবে। সংসদ বিটকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই।’ 

এ সময় স্পিকার সুন্দরভাবে বিতর্কের ঊর্ধ্বে বিপিজেএ নির্বাচন-২০২২ অনুষ্ঠানের আয়োজন করায় প্রধান নির্বাচন কমিশনার ও গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদসহ নির্বাচন কমিশনের সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন। 

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘করোনাকালেও বিদায়ী কমিটির সাংবাদিক নেতারা খুবই সক্রিয়ভাবে কাজ করেছেন।’ এ সময় তিনি সাংবাদিকদের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। 

ডেপুটি স্পিকার শামসুল হক টুকু গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গঠিত নব-নির্বাচিত কমিটির নেতাদের অভিনন্দন জানান। 

এ সময় বিদায়ী কমিটির সভাপতি উত্তম চক্রবর্তী, সাধারণ সম্পাদক কামরান রেজা, নবনির্বাচিত কমিটির সভাপতি হারুন আল রশীদ, সাধারণ সম্পাদক নাফিজা দৌলাসহ নবনির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত