Ajker Patrika

সাবেক প্রতিমন্ত্রী চুমকি ও তাঁর স্বামীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ মে ২০২৫, ১৭: ৫৪
মেহের আফরোজ চুমকি। ফাইল ছবি
মেহের আফরোজ চুমকি। ফাইল ছবি

সাবেক প্রতিমন্ত্রী ও গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি এবং তাঁর স্বামী বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যান্ড লুব্রিকেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নিষেধাজ্ঞা জারি করেন। দুদকের উপপরিচালক মো. জাকারিয়া নিষেধাজ্ঞা জারির এই আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে মেহের আফরোজ চুমকি ২ কোটি ৩১ লাখ ৬৬ হাজার ৮৫২ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে ইতিমধ্যে মামলা দায়ের করেছে দুদক।

মামলা তদন্তকালে জানা গেছে, চুমকির স্বামী তাঁকে সহায়তা করেছেন। তদন্তকালে আরও জানা গেছে, তাঁরা যেকোনো সময় দেশত্যাগ করতে পারেন। দেশত্যাগ করলে তাঁদের বিরুদ্ধে তদন্তকাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বে ১৮৬ দেশের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ মাত্র একটি: গবেষণা

একচেটিয়া ভাতা লেনদেনের সুবিধা হারাচ্ছে ‘নগদ’

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগের নাটক সাজানো হয়: গয়েশ্বর চন্দ্র রায়

আপনার ছেলেমানুষি মানায় না: প্রধান উপদেষ্টার উদ্দেশে দুদু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত