নিজস্ব প্রতিবেদক, সাভার
কাজ শেষে কর্মকর্তারা-কর্মচারীরা বাসায় ফেরার দুই ঘণ্টা পর নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা ব্যাংকের ভেতর থেকে বহিরাগত এক ব্যক্তিকে আটক করেছে। গতকাল বুধবার রাতে সাভার পৌর এলাকার বাজার রোডের ইউসুফ ম্যানশনের দ্বিতীয় তলায় জনতা ব্যাংকের সাভার শাখায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম সাইদুল ইসলাম (৩০)। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিরলগল গ্রামের জয়নাল খানের ছেলে। ঢাকার ধামরাইয়ের আড়ালিয়া এলাকায় থেকে তিনি হকারি করেন।
টাকা চুরি করতে গতকাল বুধবার ব্যাংক চলাকালীন বেলা দেড়টার দিকে ব্যাংকের ভেতরে ঢুকে স্টোররুমে আত্মগোপনে ছিলেন সাইদুল। ধরা পড়ার পর আনসার সদস্যদের তিনি এ কথা জানান।
এর আগে ব্যাংক কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে সাইদুল জানিয়েছিলেন, তাঁর ৭ লাখ টাকা ঋণ রয়েছে। ওই পরিমাণ টাকা ব্যাংকের ভল্ট থেকে চুরি করার জন্য একটি রড কাটার করাত নিয়ে তিনি গতকাল বুধবার বেলা দেড়টার দিকে কৌশলে ব্যাংকের ভেতরে ঢুকে লুকিয়ে ছিলেন।
ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য রাসেল বলেন, ‘গতকাল বুধবার কাজ শেষ করে সন্ধ্যা সোয়া ৬টার দিকে সবাই ব্যাংকে তালা দিয়ে চলে যান। ওই সময় অন্য আনসার সদস্যরা দায়িত্বে ছিলেন। তাঁরা চলে গেলে রাত ৮টার দিকে আমি ব্যাংকে আসি। এরপর আমি ব্যাংকের বাইরে বেলকনিতে বসে কিছু সময় কাটাই। রাত সাড়ে ৮টার দিকে ব্যাংকে ঢুকে পেছনের দিকে গেলে স্টোররুমে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পাই। ভেতরে উঁকি মারতেই তাঁকে বসে থাকতে দেখি। তাঁর হাতে লোহা কাটার করাত ছিল। লোকটিকে দেখেই আমি দৌড়ে বাইরে গিয়ে ব্যাংকের মূল ফটক বন্ধ করে দিই। এরপর বিষয়টি অন্যদের জানাই। তাঁরা এলে সাইদুলকে আটক করে বেঁধে ফেলি। পরে ব্যাংকের ম্যানেজার স্যারকে জানাই। রাত ১০টার দিকে স্যার এসে ব্যবস্থা নেন।’
ইউসুফ ম্যানশনের নিরাপত্তার দায়িত্বে থাকা হারুন বলেন, ব্যাংকে ডাকাত ঢুকেছে এমন খবর প্রচার হওয়ার পর ব্যাংকের সামনে হাজারো লোক জড়ো হয়ে আটক ব্যক্তিকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানাতে থাকে।
লোকটি সবার চোখ এড়িয়ে ব্যাংকে ঢুকে কীভাবে আত্মগোপন করে থাকার সুযোগ পেলেন, এমন প্রশ্নের জবাবে জনতা ব্যাংক সাভার শাখার দায়িত্বে থাকা সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল্লাহ আল-কবীর বলেন, ‘আমরা প্রতিদিন চেক করে বের হই। গতকালও চেক করেই ব্যাংক থেকে বের হয়েছি। এর পরও লোকটি কীভাবে ব্যাংকের ভেতরে রয়ে গেলেন, বুঝতে পারছি না।’
মোহাম্মদ আব্দুল্লাহ আল-কবীর বলেন, ‘বিষয়টি জানার পর সাভার থানায় জানানো হয়। রাত ১০টার দিকে সাভার থানার তিন কর্মকর্তা এসে আটক সাইদুলকে তাঁদের হেফাজতে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু জনতা তাঁদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে সাইদুলকে মেরে ফেলতে পারে এই ভয়ে তাঁরা ফিরে যান। পরে রাত ১১টার দিকে সেনাবাহিনীর সদস্যরা এসে তাঁকে থানায় নিয়ে যান। এ ব্যাপারে আজ বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।’
জনতা ব্যাংক ঢাকা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আমিনুল ইসলাম বলেন, ‘লোকটি দীর্ঘ সময় ব্যাংকের ভেতরে অবস্থান করলেও টাকাপয়সা চুরি করতে পারেননি। ভল্টও সুরক্ষিত রয়েছে। তবে ধরা না পড়লে হয়তো বড় কোনো অঘটন ঘটতে পারত।’
এ বিষয়ে জানতে চাইলে সাভার থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাশিদ আজকের পত্রিকাকে বলেন, ব্যাংক থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আটক ব্যক্তিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে।
কাজ শেষে কর্মকর্তারা-কর্মচারীরা বাসায় ফেরার দুই ঘণ্টা পর নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা ব্যাংকের ভেতর থেকে বহিরাগত এক ব্যক্তিকে আটক করেছে। গতকাল বুধবার রাতে সাভার পৌর এলাকার বাজার রোডের ইউসুফ ম্যানশনের দ্বিতীয় তলায় জনতা ব্যাংকের সাভার শাখায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম সাইদুল ইসলাম (৩০)। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিরলগল গ্রামের জয়নাল খানের ছেলে। ঢাকার ধামরাইয়ের আড়ালিয়া এলাকায় থেকে তিনি হকারি করেন।
টাকা চুরি করতে গতকাল বুধবার ব্যাংক চলাকালীন বেলা দেড়টার দিকে ব্যাংকের ভেতরে ঢুকে স্টোররুমে আত্মগোপনে ছিলেন সাইদুল। ধরা পড়ার পর আনসার সদস্যদের তিনি এ কথা জানান।
এর আগে ব্যাংক কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে সাইদুল জানিয়েছিলেন, তাঁর ৭ লাখ টাকা ঋণ রয়েছে। ওই পরিমাণ টাকা ব্যাংকের ভল্ট থেকে চুরি করার জন্য একটি রড কাটার করাত নিয়ে তিনি গতকাল বুধবার বেলা দেড়টার দিকে কৌশলে ব্যাংকের ভেতরে ঢুকে লুকিয়ে ছিলেন।
ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য রাসেল বলেন, ‘গতকাল বুধবার কাজ শেষ করে সন্ধ্যা সোয়া ৬টার দিকে সবাই ব্যাংকে তালা দিয়ে চলে যান। ওই সময় অন্য আনসার সদস্যরা দায়িত্বে ছিলেন। তাঁরা চলে গেলে রাত ৮টার দিকে আমি ব্যাংকে আসি। এরপর আমি ব্যাংকের বাইরে বেলকনিতে বসে কিছু সময় কাটাই। রাত সাড়ে ৮টার দিকে ব্যাংকে ঢুকে পেছনের দিকে গেলে স্টোররুমে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পাই। ভেতরে উঁকি মারতেই তাঁকে বসে থাকতে দেখি। তাঁর হাতে লোহা কাটার করাত ছিল। লোকটিকে দেখেই আমি দৌড়ে বাইরে গিয়ে ব্যাংকের মূল ফটক বন্ধ করে দিই। এরপর বিষয়টি অন্যদের জানাই। তাঁরা এলে সাইদুলকে আটক করে বেঁধে ফেলি। পরে ব্যাংকের ম্যানেজার স্যারকে জানাই। রাত ১০টার দিকে স্যার এসে ব্যবস্থা নেন।’
ইউসুফ ম্যানশনের নিরাপত্তার দায়িত্বে থাকা হারুন বলেন, ব্যাংকে ডাকাত ঢুকেছে এমন খবর প্রচার হওয়ার পর ব্যাংকের সামনে হাজারো লোক জড়ো হয়ে আটক ব্যক্তিকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানাতে থাকে।
লোকটি সবার চোখ এড়িয়ে ব্যাংকে ঢুকে কীভাবে আত্মগোপন করে থাকার সুযোগ পেলেন, এমন প্রশ্নের জবাবে জনতা ব্যাংক সাভার শাখার দায়িত্বে থাকা সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল্লাহ আল-কবীর বলেন, ‘আমরা প্রতিদিন চেক করে বের হই। গতকালও চেক করেই ব্যাংক থেকে বের হয়েছি। এর পরও লোকটি কীভাবে ব্যাংকের ভেতরে রয়ে গেলেন, বুঝতে পারছি না।’
মোহাম্মদ আব্দুল্লাহ আল-কবীর বলেন, ‘বিষয়টি জানার পর সাভার থানায় জানানো হয়। রাত ১০টার দিকে সাভার থানার তিন কর্মকর্তা এসে আটক সাইদুলকে তাঁদের হেফাজতে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু জনতা তাঁদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে সাইদুলকে মেরে ফেলতে পারে এই ভয়ে তাঁরা ফিরে যান। পরে রাত ১১টার দিকে সেনাবাহিনীর সদস্যরা এসে তাঁকে থানায় নিয়ে যান। এ ব্যাপারে আজ বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।’
জনতা ব্যাংক ঢাকা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আমিনুল ইসলাম বলেন, ‘লোকটি দীর্ঘ সময় ব্যাংকের ভেতরে অবস্থান করলেও টাকাপয়সা চুরি করতে পারেননি। ভল্টও সুরক্ষিত রয়েছে। তবে ধরা না পড়লে হয়তো বড় কোনো অঘটন ঘটতে পারত।’
এ বিষয়ে জানতে চাইলে সাভার থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাশিদ আজকের পত্রিকাকে বলেন, ব্যাংক থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আটক ব্যক্তিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
২ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৪ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১০ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে