Ajker Patrika

উত্তরায় বিএনপির সহিংসতার অভিযোগে ৫ মামলা, গ্রেপ্তার ৫৫

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ২২: ৩১
উত্তরায় বিএনপির সহিংসতার অভিযোগে ৫ মামলা, গ্রেপ্তার ৫৫

রাজধানীর উত্তরায় বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় পুলিশের পক্ষ থেকে পাঁচটি মামলা করা হয়েছে। এসব মামলায় ৫৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ আলম ও উত্তরা পূর্ব থানার পরিদর্শক (অপারেশন) মো. মোখলেছুর রহমান আজ রোববার আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন। 

উত্তরা পূর্ব থানার পরিদর্শক মোখলেছুর রহমান বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা, পুলিশের কাজে বাধা ও যানবাহন ভাঙচুরের অভিযোগে তিন মামলা হয়েছে। এসব মামলায় মোট আসামি ৩ হাজার ৪০০ জন।

মোখলেছুর রহমান বলেন, পুলিশের করা ২২ নম্বর মামলায় ৩৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত অনেককেই আসামি করা হয়েছে। এ মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। ২১ নম্বর মামলায় এজাহারনামীয় ৩১ জন ও অজ্ঞাত অনেককেই আসামি করা হয়েছে। এ মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২০ নম্বর মামলায় এজাহারনামীয় ৩৫ জন ও অজ্ঞাত অনেককেই আসামি করা হয়েছে। সেই সঙ্গে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, বিএনপির নাশকতার ঘটনায় দুটি মামলা করা হয়েছে। দুই মামলায় ৩২ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত অনেককেই আসামি করা হয়েছে। দুই মামলায় এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপির নেতা-কর্মীদের হামলায় যুবলীগ কর্মী আহতের ঘটনায় মামলা হয়েছে কি না? জানতে চাইলে ওসি মাসুদ বলেন, ‘এখনো মামলা হয়নি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত