Ajker Patrika

হলের ছাদ থেকে লাফিয়ে পড়ে শেকৃবি ছাত্রীর মৃত্যু

ঢামেক প্রতিনিধি
আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৪: ৪৩
হলের ছাদ থেকে লাফিয়ে পড়ে শেকৃবি ছাত্রীর মৃত্যু

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আহত শিক্ষার্থী মারিয়া রহমান (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়। 

চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।

পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘গত ২৩ মার্চ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ছাদ থেকে পড়ে আহত হয়েছিলেন। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ তাঁর মৃত্যু হয়েছে।’

মারিয়া রহমান নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার ফয়েজ উদ্দিনের মেয়ে। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী ছিলেন। কৃষিরত্ন শেখ হাসিনা হলের ৭০৩ নম্বর কক্ষে থাকতেন মারিয়া।

হাসপাতালে আসা মারিয়ার সহপাঠীরা জানান, শারীরিক অসুস্থতার কারণে মারিয়ার ক্লাসে উপস্থিতি ছিল ৫০ শতাংশের কম। এ কারণে পরীক্ষায় অংশ নিতে পারছিলেন না। গত ২২ মার্চ তিনি একটি আবেদনপত্র নিয়ে শিক্ষকের কাছে যান। তাঁর আবেদন গ্রহণ করা হয়নি। পরে তিনি হলে চলে যান। হলে বেড়াতে এসেছিলেন তাঁর মা। এ নিয়ে মায়ের কাছেও আক্ষেপ করেন এবং কান্নাকাটিও করেন মারিয়া। পরদিন ২৩ মার্চ সকাল ৯টার দিকে মাকে রুমে রেখে তিনি বের হন। এর কিছুক্ষণ পর হল ভবনের নিচ থেকে চিৎকার শুনতে পান, মারিয়া ছাদ থেকে লাফিয়ে নিচে পড়েছেন।

পরে গুরুতর আহত মারিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গতকাল বুধবার তাঁকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই আজ সকালে তাঁর মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত