Ajker Patrika

নির্মাণাধীন ভবনে প্লাস্টারের কাজ করতে গিয়ে রাজমিস্ত্রির মৃত্যু

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
নির্মাণাধীন ভবনে প্লাস্টারের কাজ করতে গিয়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীর খিলক্ষেতে নির্মাণাধীন ভবনে প্লাস্টারের কাজ করতে গিয়ে বেলাল হোসেন (৪০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের দিকে খিলক্ষেত থানাধীন ১৭ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া এ ঘটনা ঘটে। 

নিহতের সহকর্মীরা জানান, বেলাল হোসেনের গ্রামের বাড়ি ভোলার চরনাবাদ এলাকায়। বর্তমানে তিনি ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন। 

বেলালের সহকর্মী শহিদুল ইসলাম জানান, তাঁরা উত্তরপাড়া এলাকার ওই নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় মাচা বেঁধে প্লাস্টারের কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে বেলাল মাচা থেকে নিচে পরে যান। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নির্মাণাধীন ভবন থেকে পরে নিহত রাজমিস্ত্রির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলক্ষেত থানা-পুলিশকে জানানো হয়েছে। 

অপরদিক খিলক্ষেত থানার সার্ভিস ডেলিভারি অফিসার সহকারী উপপরিদর্শক স্বপ্না আজকের পত্রিকাকে বলেন, ঢামেক হাসপাতাল থেকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিকেল পর্যন্ত নিহতের স্বজন বা অন্য কেউ থানায় কোনো অভিযোগ করেননি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত