Ajker Patrika

তেঁতুলতলা মাঠ রক্ষার আন্দোলনকারী নারীকে তুলে নিয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তেঁতুলতলা মাঠ রক্ষার আন্দোলনকারী নারীকে তুলে নিয়েছে পুলিশ

রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনের নেত্রী সৈয়দা রত্না ও তাঁর ছেলে এইচএসসি পরীক্ষার্থী আব্দুল্লাহকে তুলে নিয়ে গেছে পুলিশ। এর আগে মাঠে অর্ধশতাধিক পুলিশ মোতায়েন করে সেখানে অবকাঠামো নির্মাণ শুরু হয়। কলাবাগান থানা ভবন নির্মাণ হওয়ার কথা রয়েছে সেখানে। 

আজ রোববার সকালে তেঁতুলতলা মাঠ থেকে ২০ থেকে ২৫ জন নারী পুলিশ সৈয়দা রত্নাকে ধরে একটি পুলিশের ভ্যানে তুলে থানায় নিয়ে যায়। এ সময় সৈয়দা রত্না মাঠে থানা ভবন নির্মাণের প্রতিবাদে ফেসবুকে লাইভ করছিলেন। সমাজকর্মী সৈয়দা রত্না নেতৃত্বে দীর্ঘদিন ধরে তেঁতুলতলা মাঠ রক্ষার দাবিতে আন্দোলন করছেন কলাবাগান এলাকাবাসী। 

তেঁতুলতলা মাঠ রক্ষার আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বিগত তিন বছর ধরে এই মাঠ রক্ষার জন্য আন্দোলন করে আসছি। বহুবার দখলের চেষ্টা হয়েছে। কিন্তু আমরা হাল ছাড়িনি। আজকে রত্না আপাকে পুলিশ আটক করছে। এর প্রতিবাদে আমরা এখন মাঠে অবস্থান নিয়েছি। আগামীকাল সোমবার রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরব।’ 

আটকের বিষয়ে ডিএমপির সহকারী কমিশনার (এসি) শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, সরকারি কাজে বাধা ও সোশ্যাল মিডিয়ায় পুলিশকে নিয়ে মিথ্যা তথ্য প্রচারে তাদের নামে মামলা হতে পারে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৭ নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা মাঠটি মুক্তিযুদ্ধ-পরবর্তী সময় থেকে খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে। ২০২০ সালের দিকে এলাকাবাসীর সঙ্গে আলোচনা না করেই ওই মাঠে ‘কলাবাগান থানার জন্য নির্ধারিত স্থান’ লেখা সাইনবোর্ড ঝোলানো হয়। স্থানীয় ব্যক্তিদের প্রতিবাদের মুখে তখন সাইনবোর্ড খুলে ফেলা হলেও চলতি বছরের ৩১ জানুয়ারি কাঁটাতারের বেড়া দিয়ে মাঠ ঘিরে দেওয়া হয়। বসানো হয় পুলিশের পাহারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত