Ajker Patrika

সাবেক মেয়র জাহাঙ্গীরের ক্যাশিয়ার আজিম গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২৫, ১৭: ১১
আজিম সরদার ওরফে আজিম সিকদার। ছবি: সংগৃহীত
আজিম সরদার ওরফে আজিম সিকদার। ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ক্যাশিয়ার আজিম সরদার ওরফে আজিম সিকদারকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে করা দুই মামলার আসামি।

আজ মঙ্গলবার ভোরে গাজীপুর সদরের মির্জাপুর বাজার এলাকা থেকে আজিমকে গ্রেপ্তার করা হয়। তিনি মির্জাপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি ওই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে এবং মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোশারফ হোসেনের ছোট ভাই।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আজিম এলাকায় জাহাঙ্গীরের ক্যাশিয়ার ছিলেন এবং বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করতেন। কেউ তাঁদের স্বার্থবিরোধী কিছু করলে শারীরিকভাবে নাজেহালও করতেন। ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে ছিলেন। সাম্প্রতিক সময়ে জাহাঙ্গীরের বিভিন্ন উসকানিমূলক বক্তব্য শুনে তিনি নাশকতার উদ্দেশ্যে এলাকায় আসেন বলে পুলিশের ধারণা।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পর আজিম এলাকায় এসেছেন, গোপন সূত্রে এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে মঙ্গলবার ভোর ৫টার দিকে তাঁকে মির্জাপুর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দুটি মামলা রয়েছে। এ ছাড়া তিনি স্থানীয় পোশাক কারখানায় শ্রমিক আন্দোলনে উসকানি ও অর্থের জোগানদাতা। তাঁকে ইতিপূর্বে স্থানীয় ইউটা গার্মেন্টসে হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল। পরে তিনি জামিনে বের হন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত