জবি সংবাদদাতা
টানা বৃষ্টি আর উজানের ঢলে প্লাবিত হয়েছে দেশের ৯ জেলা। এর মধ্যে ফেনী ও নোয়াখালীতেই বন্যাকবলিত ২২ লাখের বেশি মানুষ। এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াতে ছুটছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনের উদ্যোগে ত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু করা হয় ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায়।
গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের সংগ্রহ ২ লাখ টাকা ছাড়িয়েছে। দুপুর পর্যন্ত এই ত্রাণ কর্মসূচি চলবে।
ত্রাণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোর শিক্ষার্থীরাসহ আশপাশের এলাকার মানুষজন বন্যার্তদের সহযোগিতার জন্য অর্থ, শুকনা খাবার ও কাপড় দিয়েছেন। ইতিমধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কয়েকটি টিম উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণের জন্য ফেনী, নোয়াখালীসহ কয়েকটি জেলায় বন্যাকবলিত মানুষের কাছে যাওয়া শুরু করেছেন।
গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে বন্যাকবলিত মানুষের সহায়তার জন্য হেল্প ডেস্ক বসানো হয়। সেই হেল্প ডেস্কে শিক্ষার্থীরা অর্থসহায়তার পাশাপাশি বিভিন্ন শুকনা খাবার, কাপড় নিয়ে হাজির হয়।
এ বিষয়ে সমাজকর্ম বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী শাহীন আলম শান বলেন, ‘গতকাল থেকে আমরা বুথ বসিয়েছি। আমাদের লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সবাই মিলে বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণসহায়তাসহ বিভিন্ন সহযোগিতা করতে পারা। বন্যায় ক্ষতিগ্রস্ত যেসব জায়গায় এখনো সহায়তা পৌঁছায়নি, আমরা সেসব অঞ্চলকে ফোকাস করব।’
তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে আমাদের একটি টিম বন্যাকবলিত এলাকায় গিয়েছে। তারা উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। গতকাল রাত পর্যন্ত আমাদের ২ লাখ ১৪ হাজার ৩১৬ টাকা সংগ্রহ করা হয়েছে।’
পদার্থবিজ্ঞান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমি অনুরোধ করব-আপনারা স্বেচ্ছাসেবী হয়ে কাজে যুক্ত হোন। কেউ বিচ্ছিন্নভাবে না থেকে, যে কোনো সহযোগিতা আমাদের মাধ্যমে একত্রে কাজ করুন। পুরান ঢাকায় বসবাসকারীদের অনুরোধ, আপনাদের যা কিছু আছে, তা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে আমাদের হেল্প ডেস্কে নিয়ে আসুন। দেশের এই দুঃসময়ে আপনারা অসহায়দের পাশে দাঁড়ান।’
টানা বৃষ্টি আর উজানের ঢলে প্লাবিত হয়েছে দেশের ৯ জেলা। এর মধ্যে ফেনী ও নোয়াখালীতেই বন্যাকবলিত ২২ লাখের বেশি মানুষ। এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াতে ছুটছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনের উদ্যোগে ত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু করা হয় ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায়।
গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের সংগ্রহ ২ লাখ টাকা ছাড়িয়েছে। দুপুর পর্যন্ত এই ত্রাণ কর্মসূচি চলবে।
ত্রাণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোর শিক্ষার্থীরাসহ আশপাশের এলাকার মানুষজন বন্যার্তদের সহযোগিতার জন্য অর্থ, শুকনা খাবার ও কাপড় দিয়েছেন। ইতিমধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কয়েকটি টিম উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণের জন্য ফেনী, নোয়াখালীসহ কয়েকটি জেলায় বন্যাকবলিত মানুষের কাছে যাওয়া শুরু করেছেন।
গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে বন্যাকবলিত মানুষের সহায়তার জন্য হেল্প ডেস্ক বসানো হয়। সেই হেল্প ডেস্কে শিক্ষার্থীরা অর্থসহায়তার পাশাপাশি বিভিন্ন শুকনা খাবার, কাপড় নিয়ে হাজির হয়।
এ বিষয়ে সমাজকর্ম বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী শাহীন আলম শান বলেন, ‘গতকাল থেকে আমরা বুথ বসিয়েছি। আমাদের লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সবাই মিলে বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণসহায়তাসহ বিভিন্ন সহযোগিতা করতে পারা। বন্যায় ক্ষতিগ্রস্ত যেসব জায়গায় এখনো সহায়তা পৌঁছায়নি, আমরা সেসব অঞ্চলকে ফোকাস করব।’
তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে আমাদের একটি টিম বন্যাকবলিত এলাকায় গিয়েছে। তারা উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। গতকাল রাত পর্যন্ত আমাদের ২ লাখ ১৪ হাজার ৩১৬ টাকা সংগ্রহ করা হয়েছে।’
পদার্থবিজ্ঞান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমি অনুরোধ করব-আপনারা স্বেচ্ছাসেবী হয়ে কাজে যুক্ত হোন। কেউ বিচ্ছিন্নভাবে না থেকে, যে কোনো সহযোগিতা আমাদের মাধ্যমে একত্রে কাজ করুন। পুরান ঢাকায় বসবাসকারীদের অনুরোধ, আপনাদের যা কিছু আছে, তা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে আমাদের হেল্প ডেস্কে নিয়ে আসুন। দেশের এই দুঃসময়ে আপনারা অসহায়দের পাশে দাঁড়ান।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৬ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৬ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৭ ঘণ্টা আগে