Ajker Patrika

সোনারগাঁয়ে বিএনপি ও ছাত্রশিবিরের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ২০: ৫০
সোনারগাঁয়ে বিএনপি ও ছাত্রশিবিরের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপি ও ছাত্রশিবিরের ১১ নেতা-কর্মীকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

আজ দুপুরে সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি দাবি করেছেন। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোনারগাঁ পৌর বিএনপির সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সোনারগাঁ উপজেলা বিএনপি সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. আবুল কাসেম, জামপুর ইউনিয়ন বিএনপি সহসভাপতি মো. আমজাদ হোসেন লতিফ, বৈদ্যের বাজার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নবী হোসেন, পিরোজপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. আনসার মিয়া, বারদী ইউনিয়ন যুবদল নেতা মো. শামীম মিয়া ও পিরোজপুর ইউনিয়ন যুবদল নেতা মো. আবুল হোসেন। 

এ ছাড়া রূপগঞ্জের কর্ণগোপ এলাকা থেকে ছাত্রশিবিরের কর্মী হাফিজুর রহমান ও মিরাজ মাহমুদ, সুখেরটেক এলাকা থেকে মাহমুদুল হাসান এবং পশ্চিম বেহাকৈর এলাকা থেকে আমির হামজাকে গ্রেপ্তার করা হয়েছে। 

সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান জানান, নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে পুলিশ তল্লাশি করছে। পাশাপাশি নেতা-কর্মীদের বাড়ির নারী সদস্যসহ তাঁদের লোকজনকে হুমকি দেওয়া হচ্ছে। 

আজহারুল ইসলাম বলেন, ‘আগামীকাল শনিবার ঢাকার মহাসমাবেশকে ঘিরে ভীতি ছড়াতেই এই গ্রেপ্তার করছে পুলিশ। দ্রুত পুলিশের এমন আচরণ বন্ধের দাবি জানান তিনি। গ্রেপ্তার নেতা-কর্মীদের সোনারগাঁ বিএনপির পক্ষ থেকে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে। তাঁদের পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে।’ 

সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) পঙ্কজ কান্তি সরকার বলেন, ‘নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। বিভিন্ন মামলায় বিএনপি ও ছাত্রশিবিরের ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিনা কারণে কাউকে গ্রেপ্তার করা হয়নি। এই অভিযান অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত