Ajker Patrika

গণকমিশনের চেয়ারম্যান ও সদস্যসচিবকে আইনের আওতায় আনার দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ মে ২০২২, ১৬: ৩১
গণকমিশনের চেয়ারম্যান ও সদস্যসচিবকে আইনের আওতায় আনার দাবি

দেশের ১১৬ জন ইসলামি বক্তার বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশের কারণে গণকমিশনের চেয়ারম্যান বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সদস্যসচিব ব্যারিস্টার তুরিন আফরোজকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। 

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি রোধ ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। 

বিক্ষোভ সমাবেশে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘শামসুদ্দিন চৌধুরী ও ব্যারিস্টার তুরিন আফরোজ বাংলাদেশের মানুষের আবেগ ও ভালোবাসার জায়গা আলেম-ওলামাদের বিরুদ্ধে কথা বলেছেন। তাঁরা ভারতসহ বিদেশি শক্তিকে বোঝাতে চায় বাংলাদেশ মৌলবাদে ভরে গেছে। আপনারা তুরিন আফরোজকে ভালো করেই চেনেন। তিনি তাঁর মায়ের সঙ্গে কী কী করেছেন, সেটাও জানেন। বিচারপতি মানিককেও তাঁর অপকর্মের জন্য এই দেশের মানুষ ভালো করেই চেনে। তাই এই কুৎসা রটনার জন্য আমরা চাই এই দুজনকে আইনের আওতায় আনা হোক।’ 

ডা. মোস্তাফিজুর রহমান ইরান আরও বলেন, ‘তবে এই দুজনকে আইনের আওতায় আনার জন্য আমি শেখ হাসিনার কাছে কখনো অনুরোধ জানাই না। বিএনপি শেখ হাসিনার কাছে খালেদা জিয়ার মুক্তির দাবি জানায়। যে ব্যক্তি তিনবারের প্রধানমন্ত্রীকে চোবানি দিতে বলে তাঁর কাছে মুক্তির দাবি জানানো অমূলক। বিএনপির তারেক রহমানের কথাই ঠিক আছে—বাংলাদেশ যাবে কোন পথে, ফায়সালা হবে রাজপথে।’ 

সমাবেশে লেবার পার্টির পক্ষ থেকে চার দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলো হলো বাজার নিয়ন্ত্রণে বাণিজ্যমন্ত্রীর অপসারণ, কালোবাজারি সিন্ডিকেটের দৌরাত্ম্য থামাতে হবে, গ্রাম-শহরে সর্বজনীন রেশনিং চালু করতে হবে ও দাম কমিয়ে মানুষকে বাঁচাতে হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

গুলি–ককটেল ছুড়তে ছুড়তে গজারিয়ার দুর্গম চরের পুলিশ ফাঁড়িতে ডাকাত দলের হামলা

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

ট্রাম্পের শুল্ক এড়াতে ১০৩টি বোয়িং বিমান কিনবে দক্ষিণ কোরিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত