Ajker Patrika

গর্ভধারণের জন্য কবিরাজের কাছে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ 

রাজবাড়ী প্রতিনিধি
গর্ভধারণের জন্য কবিরাজের কাছে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ 

রাজবাড়ীতে গর্ভ ধারণের ওষুধ খাওয়ানোর কথা বলে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তির নাম আব্দুল কুদ্দুস শেখ (৬০)। তিনি সদর উপজেলার খানখানাপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কবিরাজ। 

গতকাল বৃহস্পতিবার সকালে রাজবাড়ী সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন ওই গৃহবধূ। ওই দিন বিকেলে অভিযান চালিয়ে অভিযুক্ত কুদ্দুস শেখকে গ্রেপ্তার করে পুলিশ। 

মামলা সূত্রে জানা যায়, ওই গৃহবধূ সন্তান গর্ভ ধারণ করতে নানা রকম চিকিৎসা নিয়ে আসছিল। দুই মাস পূর্বে তিনি কবিরাজ কুদ্দুস শেখের কাছ থেকে ওষুধ সেবন করেন। গত ২০ আগস্ট বিকেলে কবিরাজ আব্দুল কুদ্দুস শেখ তাঁর ভাড়া বাড়িতে আসেন এবং তাঁকে কৌশলে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করেন। একই ভাবে গত ১ অক্টোবর বিকেলে এবং গত ৬ অক্টোবর দুপুরে তাঁকে ধর্ষণ করেন তিনি। 

রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানায়, এ ব্যাপারে ওই গৃহবধূ রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার পর থেকে পুলিশ অভিযান চালিয়ে আসামি কুদ্দুস শেখকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কুদ্দুস ওই গৃহবধূকে ধর্ষণ করার কথা স্বীকার করেছেন বলে জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত