নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকার আদালতের এক আইনজীবীকে হত্যাচেষ্টার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমনকেও আসামি করা হয়েছে। আজ বুধবার ৫১ জনকে আসামি করে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে এই মামলা দায়ের করেন অ্যাডভোকেট আব্দুল বাছেদ শামীম।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করার জন্য মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে। বাদী অ্যাডভোকেট আব্দুল বাছেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্য যাদের আসামি করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপন, ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। অজ্ঞাত নামা আরও ৪-৫শ জনকে আসামি করা হয়েছে মামলায়।
মামলার অভিযোগে বলা হয়েছে, বাদী রাজধানীর মানিকনগরে থাকেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই বিকেল সাড়ে ৫ টার দিকে তিনি আদালতের কাজ শেষে বাসায় ফিরছিলেন। মানিক নগর বিশ্বরোডে দিয়ে বাসায় ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হওয়ার আগে পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা তাকে বেধড়ক মারপিট করে।
আইনজীবী গুরুতর আহত হলে তাকে স্থানীয় একটি ওষুধের ফার্মেসিতে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর গত ২০ আগস্ট তিনি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে সেখানে চিকিৎসা নেন।
মামলায় অভিযোগ করা হয়, আরজিতে বর্ণিত আসামিরা পূর্বপরিকল্পিতভাবে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি বর্ষণ করে ও লাঠিপেটা করে। এ সময় তাকে হত্যার চেষ্টা করা হয়।
ঢাকার আদালতের এক আইনজীবীকে হত্যাচেষ্টার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমনকেও আসামি করা হয়েছে। আজ বুধবার ৫১ জনকে আসামি করে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে এই মামলা দায়ের করেন অ্যাডভোকেট আব্দুল বাছেদ শামীম।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করার জন্য মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে। বাদী অ্যাডভোকেট আব্দুল বাছেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্য যাদের আসামি করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপন, ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। অজ্ঞাত নামা আরও ৪-৫শ জনকে আসামি করা হয়েছে মামলায়।
মামলার অভিযোগে বলা হয়েছে, বাদী রাজধানীর মানিকনগরে থাকেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই বিকেল সাড়ে ৫ টার দিকে তিনি আদালতের কাজ শেষে বাসায় ফিরছিলেন। মানিক নগর বিশ্বরোডে দিয়ে বাসায় ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হওয়ার আগে পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা তাকে বেধড়ক মারপিট করে।
আইনজীবী গুরুতর আহত হলে তাকে স্থানীয় একটি ওষুধের ফার্মেসিতে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর গত ২০ আগস্ট তিনি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে সেখানে চিকিৎসা নেন।
মামলায় অভিযোগ করা হয়, আরজিতে বর্ণিত আসামিরা পূর্বপরিকল্পিতভাবে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি বর্ষণ করে ও লাঠিপেটা করে। এ সময় তাকে হত্যার চেষ্টা করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৩ ঘণ্টা আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে