Ajker Patrika

চতুর্থ শিল্পবিপ্লব ধরতে শিক্ষার মান উন্নয়ন করতে হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৮: ১৪
চতুর্থ শিল্পবিপ্লব ধরতে শিক্ষার মান উন্নয়ন করতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চতুর্থ শিল্পবিপ্লব ধরতে হলে আমাদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। এর আগের শিল্পবিপ্লবগুলো আমরা ধরতে পারিনি। এবারের শিল্পবিপ্লব আমাদের ধরতেই হবে । আজ রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘ন্যাশনাল ইয়ুথ ক্যারিয়ার কার্নিভাল-২০২১’ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।   

অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে ডা. দীপু মনি বলেন, ‘আমরা পরিপূর্ণ মানুষ হতে শেখাচ্ছি না। এই শিক্ষাব্যবস্থাকে পাল্টে ফেলতে হবে। এ ফর অ্যাপল বি ফর বল শেখালেও তার পাশাপাশি আদর্শলিপির ভালো ভালো সেই কথাগুলো আমরা শেখাতে পারছি না। এর ফলে আমরা মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ তৈরি করছি না। সনদসর্বস্ব একটা শিক্ষা দিচ্ছি।’ 

শিক্ষার মান উন্নয়নের দিকে নজর দেওয়া হচ্ছে বলে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এ বছরেই প্রথম ও ষষ্ঠ শ্রেণির নতুন কারিকুলামের বইগুলো পরীক্ষামূলক ব্যবহারের অন্তর্ভুক্ত হয়েছে। ২০২৩ সাল থেকে দুইটা করে ক্লাস ২৫ সাল পর্যন্ত এভাবেই চলবে। এর পাশাপাশি শিক্ষকদেরও প্রশিক্ষণ দেওয়া হবে। 

পেশাগত জায়গার সঙ্গে মিল রেখে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের দেশে যত অনার্স মাস্টার্স করে অন্য কোনো  দেশে এত শিক্ষার্থী অনার্স মাস্টার্স করে না। কিন্তু আমরা তাদের জন্য সেভাবে চাকরির ক্ষেত্র তৈরি করতে ব্যর্থ হচ্ছি। তাই বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার্থীদের কর্মক্ষেত্রকে মাথায় রেখে তাদের শেখাতে হবে। যাতে পড়া শেষে তারা তাদের কর্মক্ষেত্র সম্পর্কে জেনে-বুঝে তাদের পেশায় প্রবেশ করবে।’ 

ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট এর হেড অব  করপোরেট খালিদ সাইফুল্লাহ্ বলেন, দেশের ৬৪ জেলার তরুণদের ই লার্নিং, ডিজিটাল এডুকেশন এবং সামগ্রিক ক্যারিয়ার বিষয়ে গাইডলাইন দিতেই ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট কর্তৃক এই আয়োজন। ক্যারিয়ার কার্নিভ্যালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষ, ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ একাডেমির প্রকল্প পরিচালক মো. আলতাফ হোসেন, বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ আলমাস কবির।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত