Ajker Patrika

কানাডার গ্রিনকার্ডধারী পরিচয়ে শতাধিক নারীর সঙ্গে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কানাডার গ্রিনকার্ডধারী পরিচয়ে শতাধিক নারীর সঙ্গে প্রতারণা

কানাডায় স্থায়ী বসবাসের গ্রিন কার্ডধারী, পিএইচডি ডিগ্রিধারী ও দেশের একটি শিল্পপ্রতিষ্ঠানের মালিকের সন্তান পরিচয় দিতেন এহসান আহমেদ (৩০)। এই পরিচয় দিয়ে বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী অভিজাত ও ধনাঢ্য পরিবারের তরুণীদের টার্গেট করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত হয়ে দেখা করতেন। বিশ্বাসযোগ্য করতে নামীদামি গাড়ি ভাড়া করে নিয়ে যেতেন। এভাবে শতাধিক নারীকে ফাঁদে ফেলে করতেন প্রতারণা। 

অথচ এহসান নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার নারান্দিয়া এলাকার আব্দুর রবের ছেলে। 

সম্প্রতি রাজধানীর মুগদা থানায় এক ভুক্তভোগী নারীর দায়ের করা মামলায় গতকাল বুধবার রাজধানীর রমনা এলাকা থেকে এহসানকে গ্রেপ্তারের পর এসব তথ্য উঠে আসে। 

আজ বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান। 

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিকারুননিসা নূন স্কুলের সাবেক এক ছাত্রীর সঙ্গে পরিচয় হয় প্রতারক এহসানের। তিনি নিজেকে কানাডা প্রবাসী, পিএইচডি ডিগ্রিধারী, বড় শিল্পপতি পরিবারের সন্তান এবং গুলশানে বাড়ি ও বিলাসবহুল গাড়ি রয়েছে এমন তথ্য দেন। এসব পরিচয় ব্যবহার করে প্রেমের সম্পর্ক গড়ে ব্যক্তিগত ছবি ও ভিডিও হাতিয়ে নিয়ে ব্ল্যাকমেল শুরু করেন। এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্বজনদের কাছে প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়ে দীর্ঘদিন ধরে টাকা হাতিয়ে নিচ্ছিল এহসান। 

ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, গ্রেপ্তার এহসান পড়াশোনা না করেও নিজেকে পিএইচডিধারী পরিচয় দিতেন। এমনকি কোনো দিন বিদেশে না যাওয়া এহসানের কানাডার গ্রিন কার্ড রয়েছে বলে প্রচার করতেন। বিভিন্ন তরুণীকে কানাডায় নেওয়ার প্রলোভন দেখাতেন। 

গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তারের পর এখন পর্যন্ত শতাধিক নারীকে ফাঁদে ফেলার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেন ডিবি পুলিশ প্রধান। 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার বিষয়ে তিনি বলেন, প্রতারকেরা নিজেদের মন্ত্রী, রাজনৈতিক ব্যক্তি, সচিব, বড় ব্যবসায়ীর সন্তান দাবি করে মেয়েদের প্রতারণার ফাঁদে ফেলে নামীদামি বাড়ি-গাড়ির প্রলোভন দেখিয়ে শারীরিক ও আর্থিক প্রতারণা করে। তাই অনলাইনে বন্ধুত্বের নামে ব্যক্তিগত ছবি আদান-প্রদানে সতর্ক থাকার আহ্বান জানান হারুন অর রশীদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত