Ajker Patrika

রাজধানীর গাবতলীতে দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
রাজধানীর গাবতলীতে দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু

রাজধানীর গাবতলি এলাকায় একটি তেল পাম্পের নির্মাণাধীন একতলা টিনশেড ভবন থেকে পড়ে আলমগীর হোসেন (৫০) নামের এক গ্রিল মিস্ত্রি মারা গেছেন। আজ বৃহস্পতিবার গাবতলি ট্রেড কনসোর্টিয়াম তেল পাম্পে এই ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার বিকেল ৫টার গাবতলি ট্রেড কনসোর্টিয়াম তেল পাম্পের নির্মাণাধীন একতলা টিনশেড ভবন থেকে পড়ে গুরুতর আহত হন আলমগীর হোসেন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। 

মৃত আলমগীর হোসেনের ছেলে মো. জুম্মান হোসেন জানান, তাঁদের বাড়ি ফরিদপুর জেলার সদরপুর থানার সন্ন্যাসিপুর গ্রামে। বর্তমানে মোহাম্মদপুর রায়েরবাজার বাড়ইখালি এলাকায় ভাড়া থাকেন তাঁরা। বাবা গ্রিল মিস্ত্রির কাজ করতেন। সকাল থেকে গাবতলীর ওই তেল পাম্পে কাজ করছিলেন তিনি। 

ওই তেল পাম্পের কোষাধ্যক্ষ দুলাল হোসেন বলেন, গাবতলি তেলের পাম্পে টিনশেড একতলা ভবনের টিন লাগানোর কাজ করছিলেন আলমগীর। সেখান থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে দ্রুত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া আলমগীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত