নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর সিএমএম আদালতের সামনে থেকে গত ২০ নভেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় আজ রোববার ইদি আমিন নামের এক আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন চান অন্যদিকে মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন জামিনের আবেদন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) আশ্রাব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
ইদি আমিন মোহাম্মদপুর থানার একটি সন্ত্রাস বিরোধী আইনের দায়ের হওয়া মামলার জামিনপ্রাপ্ত আসামি। মোহাম্মদপুর এলাকায় আটটি হ্যান্ড গ্রেনেড ও বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধারের মামলায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়। ওই মামলার বিচার চলছে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (সিজেএম আদালত) সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে। ওই মামলায় ছিনতাই হওয়া দুই জঙ্গি আসামিসহ ১২ জন আসামিকে গত ২০ নভেম্বর কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ইদি আমিন ও মেহেদী হাসান জামিনপ্রাপ্ত আসামিও হাজির হন। ওই দিন ট্রাইব্যুনাল পলাতক ছয় আসামিসহ মোট ২০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠন শেষে ১২ আসামিকে নিয়ে আদালতের হাজতখানায় যাওয়ার পথে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত ভবনের প্রধান ফটকে বাইরে অপেক্ষায় থাকা সহযোগীরা পুলিশের ওপর হামলা করে দুই জঙ্গি মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবকে ছিনিয়ে নেয়। দুজনই জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন ওরফে দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। আবু সিদ্দিক ব্লগার অভিজিৎ হত্যা মামলারও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
গত ২০ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটার পর রাতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন বিভাগের এস আই জুলহাস উদ্দিন আকন্দ সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করেন। মামলায় ছিনতাই হওয়া দুই আসামিসহ ২০ জনকে আসামি করা হয়। এই ২০ জনের মধ্যে ওই দিন আদালতে যাদেরকে কারাগার থেকে হাজির করা হয় তাঁদের ও জামিনপ্রাপ্ত দুজনকে আসামি করা হয়। আরও আসামি করা হয় মেজর জিয়াসহ ৬ জনকে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০-২১ জনকে আসামি করা হয়।
ওই দিন কারাগার থেকে হাজির করা ১০ আসামিকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে মেহেদী হাসান অমি ওরফে রাফি গ্রেপ্তার হওয়ার পর তাঁকেও সাত দিনের রিমান্ডে নেওয়া হয়।
রিমান্ড আবেদনের তদন্ত কর্মকর্তা বলেন, ‘আসামি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর শীর্ষ নেতা বরখাস্তকৃত মেজর জিয়ার সঙ্গে সমন্বয়পূর্বক সংগঠনের সামরিক শাখার সদস্যদের রিক্রুট করে। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিনতাইকৃত পলাতক জঙ্গি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোজাম্মেল হোসেন ওরফে সাইমন, যার সাংগঠনিক নাম শাহরিয়ার। মেহেদী ও ইদি আমিন সংগঠনের শীর্ষস্থানীয় নেতা এবং বিভিন্ন মামলায় গ্রেপ্তার আসামিদের সঙ্গে যোগাযোগ রক্ষা করত। সংগঠনের শীর্ষ স্থানীয় নেতারা আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি আসামিদের ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা তৈরি করে। এ পরিকল্পনার কথা মেহেদী ও ইদি আমিনকে জানায়। তারা আদালতে মামলাসমূহের নিয়মিত হাজিরা দেওয়ার সময় অন্যান্য আসামিদের সঙ্গে যোগাযোগ করে এবং তাঁদেরকে সে এ পরিকল্পনার কথা জানায়। এরই ধারাবাহিকতায় গত ২০ নভেম্বর পরিকল্পনা মোতাবেক জঙ্গি ছিনতাইয়ের ঘটনা ঘটে। জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় রাফি প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে।’
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ছিনতাইকৃত আসামিসহ পলাতক আসামিদের অবস্থান নির্ণয়, নাম-ঠিকানা সংগ্রহ, গ্রেপ্তার এবং তাদের সংগঠনের অফিসের ঠিকানা, দলীয় নেতাদের পদ-পদবি, সদস্য সংখ্যা, ঘটনার নির্দেশদাতা, তাদের সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা কিংবা আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ আছে কি না, ইত্যাদি বিষয়ে তথ্য উদ্ঘাটনের জন্য মেহেদিকে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।
ইদি আমিন আদালতকে জানান, জঙ্গিদের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। যে মামলাটি বিচারাধীন আছে ওই মামলায়ও তাঁর সংশ্লিষ্টতা নেই বিধায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। তিনি জামিনের কোনো অপব্যবহার করেননি নিয়মিত হাজিরা দিয়েছেন। তাঁকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে।
আরও পড়ুন:
রাজধানীর সিএমএম আদালতের সামনে থেকে গত ২০ নভেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় আজ রোববার ইদি আমিন নামের এক আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন চান অন্যদিকে মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন জামিনের আবেদন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) আশ্রাব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
ইদি আমিন মোহাম্মদপুর থানার একটি সন্ত্রাস বিরোধী আইনের দায়ের হওয়া মামলার জামিনপ্রাপ্ত আসামি। মোহাম্মদপুর এলাকায় আটটি হ্যান্ড গ্রেনেড ও বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধারের মামলায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়। ওই মামলার বিচার চলছে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (সিজেএম আদালত) সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে। ওই মামলায় ছিনতাই হওয়া দুই জঙ্গি আসামিসহ ১২ জন আসামিকে গত ২০ নভেম্বর কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ইদি আমিন ও মেহেদী হাসান জামিনপ্রাপ্ত আসামিও হাজির হন। ওই দিন ট্রাইব্যুনাল পলাতক ছয় আসামিসহ মোট ২০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠন শেষে ১২ আসামিকে নিয়ে আদালতের হাজতখানায় যাওয়ার পথে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত ভবনের প্রধান ফটকে বাইরে অপেক্ষায় থাকা সহযোগীরা পুলিশের ওপর হামলা করে দুই জঙ্গি মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবকে ছিনিয়ে নেয়। দুজনই জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন ওরফে দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। আবু সিদ্দিক ব্লগার অভিজিৎ হত্যা মামলারও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
গত ২০ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটার পর রাতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন বিভাগের এস আই জুলহাস উদ্দিন আকন্দ সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করেন। মামলায় ছিনতাই হওয়া দুই আসামিসহ ২০ জনকে আসামি করা হয়। এই ২০ জনের মধ্যে ওই দিন আদালতে যাদেরকে কারাগার থেকে হাজির করা হয় তাঁদের ও জামিনপ্রাপ্ত দুজনকে আসামি করা হয়। আরও আসামি করা হয় মেজর জিয়াসহ ৬ জনকে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০-২১ জনকে আসামি করা হয়।
ওই দিন কারাগার থেকে হাজির করা ১০ আসামিকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে মেহেদী হাসান অমি ওরফে রাফি গ্রেপ্তার হওয়ার পর তাঁকেও সাত দিনের রিমান্ডে নেওয়া হয়।
রিমান্ড আবেদনের তদন্ত কর্মকর্তা বলেন, ‘আসামি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর শীর্ষ নেতা বরখাস্তকৃত মেজর জিয়ার সঙ্গে সমন্বয়পূর্বক সংগঠনের সামরিক শাখার সদস্যদের রিক্রুট করে। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিনতাইকৃত পলাতক জঙ্গি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোজাম্মেল হোসেন ওরফে সাইমন, যার সাংগঠনিক নাম শাহরিয়ার। মেহেদী ও ইদি আমিন সংগঠনের শীর্ষস্থানীয় নেতা এবং বিভিন্ন মামলায় গ্রেপ্তার আসামিদের সঙ্গে যোগাযোগ রক্ষা করত। সংগঠনের শীর্ষ স্থানীয় নেতারা আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি আসামিদের ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা তৈরি করে। এ পরিকল্পনার কথা মেহেদী ও ইদি আমিনকে জানায়। তারা আদালতে মামলাসমূহের নিয়মিত হাজিরা দেওয়ার সময় অন্যান্য আসামিদের সঙ্গে যোগাযোগ করে এবং তাঁদেরকে সে এ পরিকল্পনার কথা জানায়। এরই ধারাবাহিকতায় গত ২০ নভেম্বর পরিকল্পনা মোতাবেক জঙ্গি ছিনতাইয়ের ঘটনা ঘটে। জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় রাফি প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে।’
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ছিনতাইকৃত আসামিসহ পলাতক আসামিদের অবস্থান নির্ণয়, নাম-ঠিকানা সংগ্রহ, গ্রেপ্তার এবং তাদের সংগঠনের অফিসের ঠিকানা, দলীয় নেতাদের পদ-পদবি, সদস্য সংখ্যা, ঘটনার নির্দেশদাতা, তাদের সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা কিংবা আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ আছে কি না, ইত্যাদি বিষয়ে তথ্য উদ্ঘাটনের জন্য মেহেদিকে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।
ইদি আমিন আদালতকে জানান, জঙ্গিদের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। যে মামলাটি বিচারাধীন আছে ওই মামলায়ও তাঁর সংশ্লিষ্টতা নেই বিধায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। তিনি জামিনের কোনো অপব্যবহার করেননি নিয়মিত হাজিরা দিয়েছেন। তাঁকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে।
আরও পড়ুন:
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৩ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৩ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৬ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৬ ঘণ্টা আগে