Ajker Patrika

ভারতকে জরুরি চিকিৎসা সামগ্রী দিতে চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ১৭: ৩০
ভারতকে জরুরি চিকিৎসা সামগ্রী দিতে চায় বাংলাদেশ

ঢাকা: ভারতে করোনাভাইরাস পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। চিকিৎসা সামগ্রীর সঙ্কট দেখা দিয়েছে। এ অবস্থায় ভারতকে জরুরি চিকিৎসা সামগ্রী সহায়তা দিতে চায় বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ভারতে করোনা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাওয়ায় বাংলাদেশের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে ঔষধ এবং চিকিৎসা সামগ্রী দিতে প্রস্তাব দেওয়া হয়েছে। এতে ১০ হাজার অ্যান্টিভাইরাল ইনজেকশন, মুখে খাওয়া অ্যান্টিভাইরাল, ৩০ হাজার পিপিইসহ বেশ কয়েক হাজার জিংক, ক্যালসিয়াম, ভিটামিন-সি এবং অন্যান্য প্রয়োজনীয় ওষুধ দিতে চায় ঢাকা।

করোনা মহামারি ছড়িয়ে পড়ায় ভারতে মারা যাওয়া ব্যক্তিদের জন্য শোক প্রকাশ করেছে বাংলাদেশ। ভারতের মানুষের জীবন বাচাঁতে সম্ভাব্য সকল সহযোগিতার বিষয়ে প্রস্তুত ঢাকা। ভারতের চাহিদা অনুযায়ি আরও সহযোগিতা করতে আগ্রহী বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত