Ajker Patrika

যুক্তরাষ্ট্রে আততায়ীর গুলিতে ঢাবির সাবেক শিক্ষার্থী নিহত

ঢাবি প্রতিনিধি
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০১: ০৩
যুক্তরাষ্ট্রে আততায়ীর গুলিতে ঢাবির সাবেক শিক্ষার্থী নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের সাবেক শিক্ষার্থী শেখ আবির হোসেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের এক কফিশপে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের অধ্যাপক ড. শাহীন খান। তিনি (আবির) বর্তমানে টেক্সাসে লামার ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট গবেষণা সহকারী হিসেবে অধ্যয়নরত ছিলেন।

শাহীন খান ফেসবুকে লিখেন, ‘অত্যন্ত সহজ-সরল অথচ মেধাবী ছাত্র আবির। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতেন। বিসিএসসহ অন্য কোনো চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করেননি। কিছুদিন বেসরকারি অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে শিক্ষকতা ও পরবর্তীতে ব্র্যাকে গবেষণা সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ছিলেন। অনেকটা অভিমান নিয়েই এই বছরের জানুয়ারিতে আবির আমেরিকায় পাড়ি দেন উচ্চশিক্ষা ও উন্নত জীবনের আশায়। কিন্তু তাঁর সেই স্বপ্ন পূরণ হলো না। আতাতায়ীর গুলি কেড়ে নিল তাঁকে। আমরা হারালাম অত্যন্ত বিনয়ী, ভদ্র ও সুন্দর মনের সম্ভাবনাময়ী এক প্রিয় ছাত্রকে, পরিবার হারালো তাঁদের প্রিয়জনকে।’

শাহীন খান আরও লেখেন, ‘আবিরের এ অকাল মৃত্যু মেনে নেওয়া কঠিন। তাঁর মৃত্যুর সংবাদ আমাদেরকে স্তব্ধ করে দিয়েছে। আমরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাঁর পরিবারকে এই কঠিন শোক সহ্য করার শক্তি দিন এবং তাঁকে বেহেশত নসীব করুন, আমিন।’

আবিরের ভাই জাহিদুল ইসলাম বলেন, ‘এক আত্মীয়ের মাধ্যমে আবিরের মৃত্যুর বিষয়টি জেনেছি। বাকি প্রক্রিয়াগুলো কি করা যায় সেটা নিয়ে কাজ চলছে।’

তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এরকম বিষয় এখনো আমাদের কাছে আসেনি। খোঁজ নিচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত