ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুতে যানবাহনের চাপ বেড়েছে। ফলে যমুনা সেতু মহাসড়কের ৪০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঘরমুখী মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।
আজ শুক্রবার ভোর থেকে বেলা ২টা পর্যন্ত মহাসড়কে তীব্র যানজট দেখা যায়।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর থেকে যমুনা সেতু পূর্বে থেমে থেমে চলছে গাড়ি। এর আগে অতিরিক্ত গাড়ির চাপ, সেতুর ওপর গাড়ি বিকলসহ বিভিন্ন কারণে বুধবার ভোর ৪টা থেকে মহাসড়কের আশেকপুর বাইপাস থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। সেই যানজট সারা দিন পেরিয়েও সারা রাত অব্যাহত থাকে। সবশেষ আজ (শুক্রবার) মহাসড়কে যানজটের একই চিত্র দেখা যায়।
জানতে চাইলে কুড়িগ্রামগামী আজিজুর রহমান বলেন, ‘রাস্তার যে অবস্থা, কখন যে বাড়ি পৌঁছাতে পারব জানি না।’
এদিকে রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। আজও সারা দিন পরিবহনের সংকট ও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে ঘরমুখী মানুষ।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, ‘ধীর গতিতে গাড়ি চলাচল করছে। গাড়ি দ্রুত পারাপারের জন্য চেষ্টা করা হচ্ছে। রাতে সেতুতে কয়েকটা গাড়ি বিকল হয়ে যায়। এই গাড়িগুলো অপসারণ করতে সময় লাগে। আর এ জন্য যানজট লেগে যায়।’
ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুতে যানবাহনের চাপ বেড়েছে। ফলে যমুনা সেতু মহাসড়কের ৪০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঘরমুখী মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।
আজ শুক্রবার ভোর থেকে বেলা ২টা পর্যন্ত মহাসড়কে তীব্র যানজট দেখা যায়।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর থেকে যমুনা সেতু পূর্বে থেমে থেমে চলছে গাড়ি। এর আগে অতিরিক্ত গাড়ির চাপ, সেতুর ওপর গাড়ি বিকলসহ বিভিন্ন কারণে বুধবার ভোর ৪টা থেকে মহাসড়কের আশেকপুর বাইপাস থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। সেই যানজট সারা দিন পেরিয়েও সারা রাত অব্যাহত থাকে। সবশেষ আজ (শুক্রবার) মহাসড়কে যানজটের একই চিত্র দেখা যায়।
জানতে চাইলে কুড়িগ্রামগামী আজিজুর রহমান বলেন, ‘রাস্তার যে অবস্থা, কখন যে বাড়ি পৌঁছাতে পারব জানি না।’
এদিকে রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। আজও সারা দিন পরিবহনের সংকট ও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে ঘরমুখী মানুষ।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, ‘ধীর গতিতে গাড়ি চলাচল করছে। গাড়ি দ্রুত পারাপারের জন্য চেষ্টা করা হচ্ছে। রাতে সেতুতে কয়েকটা গাড়ি বিকল হয়ে যায়। এই গাড়িগুলো অপসারণ করতে সময় লাগে। আর এ জন্য যানজট লেগে যায়।’
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
২০ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
২৫ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
৩০ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে