Ajker Patrika

চাঁদা না পেয়ে পিটিয়ে হত্যা, ২ ভাইয়ের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে উভয়কে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান রায়ের সত্যতা নিশ্চিত করেছেন। তবে রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন পাপ্পু (৪০) ও তাঁর ভাই শুক্কুর (৩৭)। তাঁরা উভয়ই সিদ্ধিরগঞ্জের মিজিমিজি বাতানপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে। অন্যদিকে নিহত সিরাজুল ইসলাম সিদ্ধিরগঞ্জের সিআইখোলা বউবাজার এলাকায় বসবাস করতেন।

মামলার বরাতে পুলিশ জানায়, ২০১৫ সালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকায় সৌদিপ্রবাসী জাকির হোসেনের নির্মাণাধীন ভবনের কাজের তদারকির কাজ করতেন সিরাজুল ইসলাম। বাতানপাড়ার শুক্কুর ও তাঁর ভাই পাপ্পুসহ কয়েকজন তাঁর কাছে চাঁদা দাবি করেন। ওই বছরের ২৩ জুলাই চাঁদা নিয়ে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা সিরাজুল ইসলামকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে চলে যান।

গুরুতর অবস্থায় সিরাজুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তাঁর ছেলে জাকারিয়া কনক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেন। দীর্ঘ বিচারিকপ্রক্রিয়া শেষ আজ আদালত এ রায় ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত