Ajker Patrika

টুঙ্গিপাড়ায় লুডু খেলার কথা বলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লুডু খেলার কথা বলে শিশুকে (৫) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। গতকাল বুধবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার চর-মানিকদা এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের লেবুতলা গ্রামে এ ঘটনা ঘটে। পরে ২৫ ফেব্রুয়ারি শিশুটির মা টুঙ্গিপাড়া থানায় মামলা করেন। গ্রেপ্তার ব্যক্তির নাম কামরুল হাওলাদার (৬০)।

প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা গেছে, কামরুল হাওলাদার শিশুটির বাড়িতে মাঝেমধ্যে যাতায়াত করতেন। তাকে বিভিন্ন সময় দোকান থেকে খাবার কিনে দিতেন। ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় লুডু খেলার কথা বলে শিশুটিকে নিয়ে কামরুল নিজের বাড়ি যান। সেখানে তিনি ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার করে। আশপাশের নারীরা এগিয়ে এলে কামরুল শিশুটিকে রেখে পালিয়ে যান। পরে প্রতিবেশীরা শিশুটির মাকে জানান।

শিশুটির মা বলেন, ‘ঘটনাস্থল থেকে কামরুল চলে গেলে প্রতিবেশীরা ও আমার মেয়ে সবকিছু জানায়। তখন মামলা করলে বুধবার রাতে পুলিশ কামরুলকে গ্রেপ্তার করে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, শিশুটির মায়ের মামলার পর অভিযুক্ত কামরুল গা ঢাকা দিয়ে অন্য এলাকায় চলে যান। পরে বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত