Ajker Patrika

১৫ সহকারী ও অতিরিক্ত পুলিশ সুপারের বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৫ সহকারী ও অতিরিক্ত পুলিশ সুপারের বদলি

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত আট অতিরিক্ত পুলিশ সুপার ও সাত সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই আদেশে একজনের বদলি বাতিল করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান। গতকাল মঙ্গলবার (২৮ জুন) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। 

বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন-রংপুর এ-সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেনকে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোবাশশিরা হাবীর খানকে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাসিম মিয়াকে পিবিআই অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদারকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর পদে), নরসিংদীর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার, বর্তমানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, আরএমপিতে বদলীর আদেশ প্রাপ্ত শাহেদ আহমেদকে অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, কিশোরগঞ্জের হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোনাহর আলীকে সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, পুলিশ সদর দপ্তরের (টিআর পদে) অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলামকে পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার, বরিশালের ১০ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়দার আলী মোল্লাকে খুলনার ৩য় এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে। 

এ ছাড়া নোয়াখালী (পিটিসি) অতিরিক্ত পুলিশ সুপার আবু মাহরুফ মো. শাহনূরকে পুলিশ সদর দপ্তরে, নওগাঁর ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের সহকারী পুলিশ সুপার বর্তমানে সাময়িকভাবে বরখাস্ত আদেশ প্রত্যাহার হওয়া আব্দুল কাদেরকে রাজশাহীর সারদার সহকারী পুলিশ সুপার (বিপিএ), ফরিদপুর নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সুমিদুর রহমানকে পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার (টিআরর), সিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. মাহমুদুল হাসান মামুনকে ফেনীর ছাগলনাইয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার, রাজশাহীর সহকারী পুলিশ সুপার (এসএসএফ) নিয়াজ মেহেদীকে বগুড়ার গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার, ঢাকার ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) ’র এর সহকারী পুলিশ সুপার রনপ্রয় চন্দ্র মল্লিককে সুনামগঞ্জের ছাতক সার্কেল সহকারী পুলিশ সুপার, খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের সহকারী পুলিশ সুপার মহিবুল হাসানকে ঢাকার ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) ’র সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, উল্লিখিত কর্মকর্তারা বদলি করা কর্মস্থলে যোগদানের নিমিত্ত আগামী ৫ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন। অন্যথায় ৬ জুলাই থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন। যেসব এলাকায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে, সেসব এলাকায় তফসিলের মেয়াদ শেষে বদলির আদেশ কার্যকর হবে। 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, গত ২৭ ফেব্রুয়ারি পুলিশ হেডকোয়ার্টার্সের এক প্রজ্ঞাপন মোতাবেক জারিকৃত ক্রমিক নং-৫ এ বর্ণিত নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদের আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলির আদেশ বাতিল করা হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত