শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে বজ্রপাতে পৃথকস্থানে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের সোতারপাড় ও বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর এলাকা এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন–সোতারপার এলাকার আকমল ঢালীর স্ত্রী শারমিন আক্তার (৩৫) ও বাঁশকান্দি ইউনিয়নের ভাওরকান্দি এলাকার জেলাউদ্দিন মুন্সীর ছেলে মো. রাশেদ মুন্সী (২৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (মঙ্গলবার) বিকেলের দিকে জড়ো বাতাস ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে থাকে। এ সময় বহেরাতলা উত্তর ইউনিয়নের সোতারপার এলাকার শারমিন আক্তার রান্না ঘর থেকে উঠান দিয়ে বসতঘরে যাওয়ার সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান।
অন্যদিকে বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর এলাকার ফসলের খেতে কাজ করার সময় বজ্রপাত হলে মো. রাশেদ নামে ওই যুবকের মৃত্যু হয়।
নিহত শারমিনের দেবর লোকমার ঢালী বলেন, ‘বজ্রপাতের শব্দের সঙ্গে আলোর ঝলকানি দেখলাম। পরেই দেখি আমার ভাবি মাটিতে পড়ে আছে। তার শরীরে দেখি আগুন। আমরা তাকে উদ্ধার করে শিবচরের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
সোতারপাড় এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘ঘর-গৃহস্থলীর কাজ করার সময় ওই নারী উঠান দিয়ে যাচ্ছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।’
বাঁশকান্দি এলাকার হিমেল বলেন, ‘বিকেলে খেতে পাটের বীজ বুনতে যান রাশেদ মুন্সী। এ সময় বাতাস ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কাছে এখনো বিস্তারিত খবর আসেনি। দুজনের মারা যাওয়ার খবর পেয়েছি। আমরা খোঁজখবর নিচ্ছি। বিস্তারিত পেলে জানাব।’
মাদারীপুরের শিবচরে বজ্রপাতে পৃথকস্থানে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের সোতারপাড় ও বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর এলাকা এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন–সোতারপার এলাকার আকমল ঢালীর স্ত্রী শারমিন আক্তার (৩৫) ও বাঁশকান্দি ইউনিয়নের ভাওরকান্দি এলাকার জেলাউদ্দিন মুন্সীর ছেলে মো. রাশেদ মুন্সী (২৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (মঙ্গলবার) বিকেলের দিকে জড়ো বাতাস ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে থাকে। এ সময় বহেরাতলা উত্তর ইউনিয়নের সোতারপার এলাকার শারমিন আক্তার রান্না ঘর থেকে উঠান দিয়ে বসতঘরে যাওয়ার সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান।
অন্যদিকে বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর এলাকার ফসলের খেতে কাজ করার সময় বজ্রপাত হলে মো. রাশেদ নামে ওই যুবকের মৃত্যু হয়।
নিহত শারমিনের দেবর লোকমার ঢালী বলেন, ‘বজ্রপাতের শব্দের সঙ্গে আলোর ঝলকানি দেখলাম। পরেই দেখি আমার ভাবি মাটিতে পড়ে আছে। তার শরীরে দেখি আগুন। আমরা তাকে উদ্ধার করে শিবচরের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
সোতারপাড় এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘ঘর-গৃহস্থলীর কাজ করার সময় ওই নারী উঠান দিয়ে যাচ্ছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।’
বাঁশকান্দি এলাকার হিমেল বলেন, ‘বিকেলে খেতে পাটের বীজ বুনতে যান রাশেদ মুন্সী। এ সময় বাতাস ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কাছে এখনো বিস্তারিত খবর আসেনি। দুজনের মারা যাওয়ার খবর পেয়েছি। আমরা খোঁজখবর নিচ্ছি। বিস্তারিত পেলে জানাব।’
রাজধানীর যাত্রাবাড়ীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড এলাকায় গ্যাস–সংকট নিরসনের দাবিতে বিক্ষুব্ধ গ্রাহকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। আজ শুক্রবার জুমার নামাজের পর ঘণ্টাব্যাপী ধলপুর-সায়েদাবাদ সড়ক অবরোধ করে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় অত্র এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
১৫ মিনিট আগেযশোরে বার্ড ফ্লু সংক্রমণ সন্দেহে আট বছর বয়সী এক শিশুর রক্ত ও অন্যান্য নমুনা সংগ্রহ করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) প্রতিনিধিদলের সদস্যরা। আজ শুক্রবার সকালে এ নমুনা সংগ্রহ করেন তাঁরা। এ ছাড়া স্থানীয় মুরগির খামার ও আশপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে প্রতিনিধিদলটি।
২৫ মিনিট আগেকক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে চিকিৎসার অভাবে একটি হাতির শাবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পার্কের বন্য প্রাণী হাসপাতালের আইসোলেশন সেন্টারে শাবকটি মারা গেছে। এই তথ্য প্রথমে গোপন রাখেন পার্ক কর্তৃপক্ষ। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে এ তথ্যের সত্যতা...
৩৮ মিনিট আগেফরিদপুরের বোয়ালমারীতে পাটকলের এক নারী শ্রমিককে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে। পুলিশ গতকাল বৃহস্পতিবার বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত নারীর নাম ময়না বেগম (৩৫)। উপজেলার দাদপুর ইউনিয়নের মাঝিকান্দিপাড়ার ইউনুচ শেখে
৪০ মিনিট আগে