Ajker Patrika

সপ্তাহের বেশি সময় পর রাজধানীতে সড়কের শৃঙ্খলায় ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১৬: ৫০
সপ্তাহের বেশি সময় পর রাজধানীতে সড়কের শৃঙ্খলায় ট্রাফিক পুলিশ

পুলিশে সংস্কারের দাবিতে কর্মবিরতিসহ সব কর্মসূচি প্রত্যাহার করার পর আন্দোলনরত পুলিশ সদস্যরা কাজে যোগ দিয়েছেন। আজ সোমবার রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়সহ বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের উপস্থিতি দেখা গেছে।

গতকাল রোববার কাজে যোগ দেওয়ার ঘোষণার পর আজ কাজে যোগ দেন আন্দোলনরত পুলিশ সদস্যরা। সকাল থেকেই সড়কে দেখা গেছে ট্রাফিক পুলিশ সদস্যদের। প্রায় ছয় দিন পর রাজধানীর বিভিন্ন সড়কে দায়িত্ব পালন শুরু করছে তাঁরা।

সরেজমিন দেখা গেছে, রাজধানীর চানখাঁরপুলে হানিফ ফ্লাইওভারের মুখে, শাহবাগ মোড়, ইন্টারকনটিনেন্টাল মোড়, বাংলামোটর ও প্রেসক্লাব মোড় ঘুরে দেখা যায় ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। তাদের সঙ্গে কাজ করছেন শিক্ষার্থীরাও। গাড়ির শৃঙ্খলার পাশাপাশি পথচারীদের রাস্তা পারাপারে সচেতন করছে তারা।

শাহবাগ মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্য শাহাজাহান খান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় সপ্তাহখানেক পর কাজে ফিরলাম। সড়কে গাড়ির চাপ কমই আছে। শিক্ষার্থী এই কয়েক দিন সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। এখনো আমাদের সঙ্গে কাজ করছে। সবকিছু সুশৃঙ্খলভাবে চলুক আমরা চাই।’

পুলিশ সদস্যদের পাশাপাশি আজও ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা। ঢাকা কলেজের শিক্ষার্থী মেজবাহ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশের সঙ্গে আমরা আজও কাজ করছি। তাদের মধ্যে একটা আতঙ্ক রয়েছে। তাই বিষয়টি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা তাদের সঙ্গে রাস্তায় থাকব।’

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনকারী পুলিশ সদস্যরা। আন্দোলনের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়াইব হাসান সোমবার থেকে কাজে যোগ দেওয়ার ঘোষণা দেন।

রাজধানীর বিভিন্ন সড়কে দায়িত্ব পালন করছে ট্রাফিক পুলিশ। ছবি: আজকের পত্রিকাশাহবাগ ট্রাফিক পুলিশের ট্রাফিক সার্জেন্ট মো. আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারের কাছে যেসব দাবি জানানো হয়েছে, তার বেশির ভাগই মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তাই কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণায় সবাই কাজে নেমেছে। সবাই সুন্দরভাবে নিজ নিজ দায়িত্ব পালন করছে। শিক্ষার্থীরা গত কয়েক দিন ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেছে। তাদেরকেও ধন্যবাদ জানাই।’

এদিকে গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, ‘দেশে পুলিশ ফিরে না এলে কী অবস্থা হতে পারে, তা আপনারা জানেন। একটু আগে ব্যাংকের মধ্যে মারামারি দেখলাম। মনে হচ্ছে, যার মতো যা পারে দখল করছে। আমি প্রথমেই বলতে চাই, যারা এখনো কর্মস্থলে ফেরেননি, তাঁদের ফেরার সর্বশেষ তারিখ হচ্ছে বৃহস্পতিবার।’

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনার পদত্যাগের পর পুলিশের ওপর হামলা চালায় উত্তেজিত ছাত্র-জনতা। এরপরই বেশি আতঙ্ক সৃষ্টি হয় মাঠে কাজ করা পুলিশ সদস্যদের মধ্যে। এতে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত পুলিশ সদস্যরা কর্মবিরতিতে নামেন। গতকাল কর্মবিরতি প্রত্যাহার ঘোষণার পর আবারও কাজে ফিরেছেন মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত