গাজীপুর প্রতিনিধি
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে মেয়র পদে নিজের ও নিজের মায়ের নামে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র মো. জাহাঙ্গীর আলম। আজ বুধবার বিকেলে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাদের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, বুধবার মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন ৩ জন প্রার্থী। তারা হলেন—গাজীপুর মহানগরীর কানাইয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে মো. জাহাঙ্গীর আলম, একই গ্রামের শামসুল ইসলামের মেয়ে জায়েদা খাতুন ও ধীরাশ্রম এলাকার ইউসুফ আলীর ছেলে অলিউর রহমান। তাদের মধ্যে জায়েদা খাতুন মো. জাহাঙ্গীর আলমের মা।
জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ‘আমি আরেকবার পরীক্ষা দিতে প্রস্তুত। নির্বাচনে সাধারণ জনগণকে যে ওয়াদা দিয়েছিলাম, তিন বছরের মধ্যে আমাকে বরখাস্ত করে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। বাকি কাজ শেষ করতে আমি চ্যালেঞ্জটা নিতে যাচ্ছি। এ লক্ষ্যেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজে মনোনয়ন ফরম তুলেছি। এ ছাড়া মায়ের নামেও আমি মনোনয়ন ফরম তুলেছি।’ আগামীকাল বৃহস্পতিবার তিনি নিজে ও তার মা দুজনেরও মনোনয়ন ফরম জমা দেওয়ার কথা রয়েছে।
দলীয় মনোনয়ন চেয়ে না পাওয়ার পর থেকেই জাহাঙ্গীর আলমের বিভিন্ন সময়ের বক্তব্যে দলের বিদ্রোহী প্রার্থী হওয়ার আভাস পাওয়া যাচ্ছিল। মনোনয়ন সংগ্রহের মাধ্যমে সিটি নির্বাচনে জাহাঙ্গীর আলমের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ার বিষয়টি এখন প্রায় নিশ্চিত। ফলে নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সংখ্যা দাঁড়াচ্ছে দুজন।
জাহাঙ্গীরের ঘনিষ্ঠ একাধিক সূত্র জানায়, জনগণের সহানুভূতি থাকায় তিনি নির্বাচনের চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন তিনি। তবে দলীয় বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে কোনো চাপ এলে বা কোনো প্রতিকূল অবস্থা সৃষ্টি হলে তার বিকল্প হিসেবে জাহাঙ্গীর আলমের মাকে নিয়েই মাঠে নামবেন তাঁর কর্মী সমর্থকেরা। সে জন্য তাঁর মা জায়েদা খাতুনও নির্বাচনে অংশ নিতে সম্মত হয়েছেন।
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে মেয়র পদে নিজের ও নিজের মায়ের নামে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র মো. জাহাঙ্গীর আলম। আজ বুধবার বিকেলে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাদের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, বুধবার মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন ৩ জন প্রার্থী। তারা হলেন—গাজীপুর মহানগরীর কানাইয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে মো. জাহাঙ্গীর আলম, একই গ্রামের শামসুল ইসলামের মেয়ে জায়েদা খাতুন ও ধীরাশ্রম এলাকার ইউসুফ আলীর ছেলে অলিউর রহমান। তাদের মধ্যে জায়েদা খাতুন মো. জাহাঙ্গীর আলমের মা।
জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ‘আমি আরেকবার পরীক্ষা দিতে প্রস্তুত। নির্বাচনে সাধারণ জনগণকে যে ওয়াদা দিয়েছিলাম, তিন বছরের মধ্যে আমাকে বরখাস্ত করে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। বাকি কাজ শেষ করতে আমি চ্যালেঞ্জটা নিতে যাচ্ছি। এ লক্ষ্যেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজে মনোনয়ন ফরম তুলেছি। এ ছাড়া মায়ের নামেও আমি মনোনয়ন ফরম তুলেছি।’ আগামীকাল বৃহস্পতিবার তিনি নিজে ও তার মা দুজনেরও মনোনয়ন ফরম জমা দেওয়ার কথা রয়েছে।
দলীয় মনোনয়ন চেয়ে না পাওয়ার পর থেকেই জাহাঙ্গীর আলমের বিভিন্ন সময়ের বক্তব্যে দলের বিদ্রোহী প্রার্থী হওয়ার আভাস পাওয়া যাচ্ছিল। মনোনয়ন সংগ্রহের মাধ্যমে সিটি নির্বাচনে জাহাঙ্গীর আলমের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ার বিষয়টি এখন প্রায় নিশ্চিত। ফলে নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সংখ্যা দাঁড়াচ্ছে দুজন।
জাহাঙ্গীরের ঘনিষ্ঠ একাধিক সূত্র জানায়, জনগণের সহানুভূতি থাকায় তিনি নির্বাচনের চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন তিনি। তবে দলীয় বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে কোনো চাপ এলে বা কোনো প্রতিকূল অবস্থা সৃষ্টি হলে তার বিকল্প হিসেবে জাহাঙ্গীর আলমের মাকে নিয়েই মাঠে নামবেন তাঁর কর্মী সমর্থকেরা। সে জন্য তাঁর মা জায়েদা খাতুনও নির্বাচনে অংশ নিতে সম্মত হয়েছেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অবশেষ শিক্ষার্থীদের দাবি পূরণ হলো। আন্দোলনের ২৯তম দিনে এসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক শুচিতা শরমিনকে অপসারণ করা হয়েছে। এ ছাড়া সহ-উপাচার্য (প্রোভিসি) অধ্যাপক গোলাম রাব্বানী ও কোষাধ্যক্ষ অধ্যাপক মানুন-অর-রশীদকেও সরিয়ে দেওয়া হয়।
১২ মিনিট আগেযশোর শিক্ষা বোর্ডের ৩৮টি চেক ঘষামাজা করে পৌনে সাত কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে মামলা হয়। ২০২৪ সালের ১৬ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোরের তৎকালীন উপপরিচালক আল-আমিন শিক্ষা বোর্ডের আলোচিত চেক দুর্নীতি মামলার তদন্ত শেষে ১১ জনকে অভিযুক্ত করে
১৭ মিনিট আগেবাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) সমন্বিত সড়ক নিরাপত্তায় মিডিয়া ফেলোশিপ প্রদান করেছে। ‘স্ট্রেনদেনিং রোড সেফটি লেজিসলেশন অন কি বিহেভিরিয়াল কি ফ্যাক্টরস ইন বাংলাদেশ থ্রু মিডিয়া ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় ২৫ সাংবাদিককে এ ফেলোশিপ প্রদান করা হয়েছে।
১৯ মিনিট আগে৭০ শতাংশ আবাসন ভাতা, বাজেট বৈষম্য দূরীকরণ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব প্রকল্পকে অগ্রাধিকার দেওয়ার দাবিতে আগামীকাল বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ‘লং মার্চের’ ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
২৫ মিনিট আগে