Ajker Patrika

গাজীপুরে জখম ৩ পুলিশ সদস্য ঢামেকে ভর্তি

ঢামেক প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ২০: ৩১
গাজীপুরে জখম ৩ পুলিশ সদস্য ঢামেকে ভর্তি

গাজীপুর থেকে তিন পুলিশ সদস্যকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন কনস্টেবল ফুয়াদ হাসান (৩০), মোরশেদ খান (৩০) ও এসআই প্রবীর (৪৫)। 

আজ বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাঁদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁদের মধ্যে পুলিশ সদস্য ফুয়াদ হাসানের মুখমণ্ডলসহ ডান হাতের কবজি ক্ষতবিক্ষত হয়েছে। মোরশেদের পিঠ, পা ও দুই হাত এবং প্রবীরের মাথায় ও থুতনিতে আঘাত রয়েছে। 

ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মাসুদ মিয়া জানান, গাজীপুর থেকে তিন পুলিশ সদস্য আহত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁদের মধ্যে ফুয়াদের অবস্থা বেশি গুরুতর। তাঁর মুখমণ্ডলের পাশাপাশি ডান হাতের কবজিও ক্ষতবিক্ষত। জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা চলছে। 

ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ আলাউদ্দিন জানান, পুলিশ সদস্য মোরশেদ খান ও ফুয়াদ জরুরি বিভাগে চিকিৎসাধীন। তাঁদের শরীরে আগে থেকে ব্যান্ডেজ ছিল। ব্যান্ডেজ খুলে তাঁর ক্ষত জায়গাটি দেখা হচ্ছে। কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে। অপর পুলিশ সদস্য প্রবীরকে নিউরোসার্জারি বিভাগে পাঠানো হয়েছে। 

এই পুলিশ সদস্যদের বিষয়ে জানতে চাইলে গাজীপুর বাসন থানার (পরিদর্শক তদন্ত) রফিকুল ইসলাম জানান, বিকেলের দিকে গাজীপুর চৌরাস্তা এলাকায় ওই তিন পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কীভাবে তাঁরা আহত হয়েছে জানা যায়নি। তাঁরা গাজীপুর পুলিশ লাইনে কর্মরত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত