Ajker Patrika

দেশি সব ওষুধের দাম সরকার ঠিক করুক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় মানববন্ধন করেছে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস)। ছবি: সংগৃহীত
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় মানববন্ধন করেছে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস)। ছবি: সংগৃহীত

দেশে উৎপাদিত সব ধরনের ওষুধের দাম সরকার কর্তৃক নির্ধারণসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস)। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় তাঁরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে ওষুধ ব্যবসায়ীরা বলেন, ১৯৯৬ সালের ২৬ ফেব্রুয়ারি সরকার ১১৭টি জেনেরিক ওষুধের দাম নির্ধারণ করে বাকি ওষুধের দামের বিষয় কোম্পানিগুলোর নিজেদের হাতে ছেড়ে দেয়। এতে ওষুধ কোম্পানিগুলো তাদের ইচ্ছেমতো দাম বাড়াতে পারে। ওই সময় জেনেরিক ওষুধের সংখ্যা ছিল ৪৫০ টির মতো। বর্তমানে প্রায় ১৫০০ জেনেরিক ওষুধ উৎপাদন করছে কোম্পানিগুলো। তারা দফায় দফায় ইচ্ছেমতো ওষুধের দাম বাড়াচ্ছে। এতে সরকারের কিছু করার থাকছে না। কোম্পানিগুলো ভ্যাট আদায়ের জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে নামসর্বস্ব একটি দামের অনুমোদন নিয়ে থাকে মাত্র।

বিসিডিএস নেতারা বলেন, সব ওষুধের দাম সরকার কর্তৃক নিয়ন্ত্রণ, ওষুধ বিক্রির কমিশন বাড়ানো, মেয়াদোত্তীর্ণ ওষুধ দ্রুত ফেরত নিয়ে তা প্রতিস্থাপন এবং ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে কোম্পানিগুলোর ওষুধ সরবরাহ বন্ধ করার দাবিতে এ মানববন্ধন করা হয়েছে। দাবি আদায়ের জন্য প্রয়োজনে তাঁরা ভবিষ্যতে বৃহত্তর কর্মসূচি দেবেন বলে জানান।

বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির পরিচালক জসীম উদ্দীন বলেন, সারা দেশের ওষুধ ব্যবসায়ীদের এগুলো দীর্ঘদিনের দাবি। তিনি দাবি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ময়নুল হক চৌধুরী, বিসিডিএসের কয়েকজন পরিচালক এবং সাধারণ ব্যবসায়ীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত