Ajker Patrika

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ফের বাড়ল মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১৪: ০৪
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ফের বাড়ল মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময়

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে আগামী ২ অক্টোবর দিন ধার্য করেছেন। 

আজ প্রতিবেদন দখলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করেনি। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব নতুন তারিখ ধার্য করেন। 

 ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে নিয়ে যায়। পরে ওই টাকা ফিলিপাইনে পাচার করা হয়। দেশের অভ্যন্তরের কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকারেরা এই টাকা পাচার করে বলে তদন্তে জানা যায়। বিষয়টি দেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বাংলাদেশ সরকার কিছু টাকা উদ্ধারও করে। তবে বেশি পরিমাণ টাকা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। 

এ ঘটনায় দেশের ও বিদেশের জড়িতদের শাস্তির আওতায় আনতে ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপপরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মতিঝিল থানায় একটি মামলা করেন। মানি লন্ডারিং প্রতিরোধ আইন, তথ্যপ্রযুক্তি আইন ও দণ্ডবিধিতে দায়ের করা এই মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে। ছয় বছরের বেশি সময় ধরে তদন্ত করলেও এখনো উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত