সাভার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় একটি বাস ভাঙচুর এবং একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আজ শনিবার বেলা ৩টার দিকে নিরিবিলি বাসস্ট্যান্ডে ঢাকামুখী লেনে বিকাশ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ এবং পলাশ পরিবহনের একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, বেলা সোয়া ৩টার দিকে খবর পেয়ে জিরাব মডার্ন ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। পরে দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
অগ্নিসংযোগের শিকার বিকাশ পরিবহনের চালক আনোয়ার হোসেন বলেন, ‘নিরিবিলি আসতেই দেখি মিছিল আসতেছে। হঠাৎ দেখি আমার সামনে থাকা পলাশ বাস ভাঙচুর শুরু করছে। আমি দ্রুত বাস ঘুরায় নিতে গেলে পেছনে গাছে আটকে যায়। পরে আমার বাসে হামলা করে। আমাকে মারধর করতে গেলে আমি নেমে দৌড় দিই। সেখানে ৮০-৯০ জন মানুষ ছিল। তারা কোনো স্লোগান দেয় নাই, সবার হাতে শুধু লাঠি।’
বিকাশ বাসের হেলপার লালশাহ বলেন, ‘সামনে থাকা পলাশ বাস ভাঙচুর দেখে আমার ওস্তাদকে বলি দ্রুত গাড়ি ঘুরাইতে। কিন্তু ততক্ষণে তারা ভাঙচুর শুরু করে। গ্লাস ভাঙার পর আমরা জানালা দিয়ে লাফ দিয়ে নেমে যাই। তারপরেও আমাদের মারধর করে।’
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক আজকের পত্রিকাকে বলেন, একটি বাসে আগুনসহ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে কারা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। পরে রেকার লাগিয়ে বাস সরিয়ে দেওয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে।
ঢাকার আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় একটি বাস ভাঙচুর এবং একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আজ শনিবার বেলা ৩টার দিকে নিরিবিলি বাসস্ট্যান্ডে ঢাকামুখী লেনে বিকাশ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ এবং পলাশ পরিবহনের একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, বেলা সোয়া ৩টার দিকে খবর পেয়ে জিরাব মডার্ন ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। পরে দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
অগ্নিসংযোগের শিকার বিকাশ পরিবহনের চালক আনোয়ার হোসেন বলেন, ‘নিরিবিলি আসতেই দেখি মিছিল আসতেছে। হঠাৎ দেখি আমার সামনে থাকা পলাশ বাস ভাঙচুর শুরু করছে। আমি দ্রুত বাস ঘুরায় নিতে গেলে পেছনে গাছে আটকে যায়। পরে আমার বাসে হামলা করে। আমাকে মারধর করতে গেলে আমি নেমে দৌড় দিই। সেখানে ৮০-৯০ জন মানুষ ছিল। তারা কোনো স্লোগান দেয় নাই, সবার হাতে শুধু লাঠি।’
বিকাশ বাসের হেলপার লালশাহ বলেন, ‘সামনে থাকা পলাশ বাস ভাঙচুর দেখে আমার ওস্তাদকে বলি দ্রুত গাড়ি ঘুরাইতে। কিন্তু ততক্ষণে তারা ভাঙচুর শুরু করে। গ্লাস ভাঙার পর আমরা জানালা দিয়ে লাফ দিয়ে নেমে যাই। তারপরেও আমাদের মারধর করে।’
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক আজকের পত্রিকাকে বলেন, একটি বাসে আগুনসহ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে কারা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। পরে রেকার লাগিয়ে বাস সরিয়ে দেওয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে।
চট্টগ্রামে বাঁশখালী উপজেলার মোজাহের আলী (৪৮) নামে এক মামলার বাদীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭ নং ওয়ার্ডের গোলাপ জানিতে এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগেঝালকাঠিতে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝালকাঠি জেলা শাখা ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ ওঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে ঝালকাঠি জেলা ছাত্রলীগের পক্ষে শেখ মুজিবর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো
১৭ মিনিট আগেশরীয়তপুরে অ্যাম্বুলেন্স ব্যবসায়ী সিন্ডিকেটের বাঁধার মুখে জেলার বাইরের একটি অ্যাম্বুলেন্স অসুস্থ নবজাতককে নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে না পারায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় শরীয়তপুর জেলা শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজন ও
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
৭ ঘণ্টা আগে