Ajker Patrika

মোবাইলে কথা বলার সময় নির্মাণাধীন লিফটের গর্তে পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ০৯: ৫৭
মোবাইলে কথা বলার সময় নির্মাণাধীন লিফটের গর্তে পড়ে যুবকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে একটি শপিংমলের নির্মাণাধীন লিফটের গর্তের ভেতরে পড়ে গুরুতর আহত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকায় টাউন হলের শপিংমলে এ ঘটনা ঘটে।

মৃত যুবকের নাম মো. রাকিব মিয়া (২২)। তিনি পার্শ্ববর্তী ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের বড়কাশর গ্রামের মো. শাহাদাত হোসেনের ছেলে। শ্রীপুরের একটি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং পাশাপাশি রেনেটা নামক একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, শপিংমলের নির্মাণাধীন লিফটের পাশ দিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে যাওয়ার সময় অসাবধানতাবশত চারতলা থেকে লিফটের নিচে পড়ে যান। ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন নিহতের স্বজনেরা।

ঘটনার সময় রাকিবের সঙ্গে থাকা মো. রতন মিয়া বলেন, ‘আমরা দুজন মূলত মার্কেটে ঘুরতে এসেছিলাম। তখন রাকিবের মোবাইল ফোনে একটি কল এলে সে কথা বলতে বলতে লিফটের গর্তের ভেতরে পড়ে যায়। এরপর আমার চিৎকারে মার্কেটের লোকজন এসে ভিড় করে।’

টাউন হল শপিং কমপ্লেক্সের মালিক আব্দুল বাতেন সরকার বলেন, মার্কেটের নির্মাণাধীন লিফটের গর্তের ভেতরে এক যুবক পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তাঁরা দুই বন্ধু মার্কেটে ঘোরাফেরা করতে এসেছিলেন।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, ‘ওই যুবকের শরীরে প্রচুর আঘাতের চিহ্ন ছিল। চারতলা থেকে নিচে পড়ে তাঁর কোমর ভেঙে গিয়েছিল। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এমনিতেই চারতলা থেকে নিচে পড়ে বেঁচে থাকাটা ভাগ্যের ব্যাপার।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত