Ajker Patrika

‘মুক্তির সংগ্রাম যতই অগ্রসর হবে জাফরুল্লাহর স্মৃতি ততই উজ্জ্বল হয়ে উঠবে’

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ১৫: ৫০
‘মুক্তির সংগ্রাম যতই অগ্রসর হবে জাফরুল্লাহর স্মৃতি ততই উজ্জ্বল হয়ে উঠবে’

মুক্তির সংগ্রাম যতই অগ্রসর হবে জাফরুল্লাহর স্মৃতি ততই উজ্জ্বল হয়ে উঠবে বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ও শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জাফরুল্লাহ চৌধুরীর কফিনে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। 

সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী অসাধারণ মানুষ ছিলেন, আমাদের সমাজের জন্য বিরল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তিনি আগাগোড়া মুক্তিযোদ্ধা ছিলেন, ৭১ সালের মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়েছেন, তার আগেও মুক্তিযুদ্ধের যেই চেতনা অর্থাৎ সমাজ পরিবর্তনের যেই চেতনা তিনি তা আজীবন ধারণ করতেন। ১৬ ডিসেম্বরের পরে তিনি এতটুকু বুঝেছিলেন যে মুক্তিযুদ্ধ শেষ হয়নি, তাঁর আরও অনেক কাজ আছে। বিশেষ করে দুটি ক্ষেত্রে ডা. জাফরুল্লাহ চৌধুরীর কাজ অসাধারণ! একটি হচ্ছে স্বাস্থ্য, আরেকটা হচ্ছে শিক্ষা। স্বাস্থ্য ক্ষেত্রে যে ধারা প্রবর্তন করেছেন, ওষুধনীতি চালু করেছেন, ফার্মাসিউটিক্যাল কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। আর শিক্ষা ক্ষেত্রে গণবিশ্ববিদ্যালয় চালু করেছেন।’ 

সিরাজুল ইসলাম চৌধুরী আরও বলেন, ‘আবার যেটা বিশেষভাবে উল্লেখযোগ্য, জাফরুল্লাহ চৌধুরীর প্রতিষ্ঠানগুলোতে মেয়েদের অংশগ্রহণ বেশি, তিনি অর্থনৈতিকভাবে নারীদের মুক্তির জন্য যে কাজ করেছেন তার প্রতিফলন তাঁর প্রতিষ্ঠানে আছে। গণস্বাস্থ্য কেন্দ্রের আড়াইহাজার কর্মীর মধ্যে শতকরা ৪০ জন হচ্ছে নারী। আরও বিশেষভাবে উল্লেখযোগ্য তাঁর কোনোটাই ব্যক্তিমালিকানায় প্রতিষ্ঠিত নয়, কোনোটারই মালিক তিনি নিজে নন, মালিক হচ্ছে সমাজ, এই যে সামাজিক মালিকানায় বিশ্বাস, সামাজিক মালিকানায় প্রতিষ্ঠান গড়া; এটি আমাদের দেশে অনন্য দৃষ্টান্ত।’ 

সিরাজুল ইসলাম চৌধুরী আরও বলেন, ‘ডা. জাফরুল্লাহ আমাদের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে রয়েছেন, অনুকরণীয় হয়ে রয়েছেন। আমাদের শক্তির সংগ্রামে জাফরুল্লাহ চৌধুরী উপস্থিত আছেন এবং থাকবেন। আমাদের মুক্তির সংগ্রাম যতই অগ্রসর হবে, ততই ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মৃতি উজ্জ্বল হয়ে উঠবে, গৌরবান্বিত হবে। তাঁর মৃত্যুতে যে ক্ষতি হয়েছে সেটি অপূরণীয়, তবে দৃষ্টান্তগুলো অনুকরণীয়। আমি তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত