নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবৈধ সম্পদ অর্জনের দায়ে স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত সাবেক গাড়িচালক আব্দুল মালেককে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক জাকারিয়া হোসেন এ রায় দেন। পাশাপাশি অবৈধভাবে অর্জিত ১ কোটি ৫০ লাখ ৩১ হাজার ৮১০ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ১০ বছর এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অবৈধ সম্পদ অর্জনের শাস্তির সঙ্গে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে, জরিমানা দিতে ব্যর্থ হলে তাঁকে আরও ছয় মাস কারাভোগ করতে হবে। তথ্য গোপনের অভিযোগে তিন বছরের সশ্রম কারাদণ্ডের সঙ্গেও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে, জরিমানা পরিশোধে ব্যর্থ হলে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হবে।
দুই ধারার সাজা একত্রে চলবে মর্মে আদালত আদেশ দিয়েছেন। সে ক্ষেত্রে তাকে সর্বোচ্চ ১০ বছরের সাজা ভোগ করতে হবে বলে জানান দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি আসাদুজ্জামান রানা।
রায় ঘোষণার সময় মালেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাঁকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
৯৩ লাখ ৫৩ হাজার ৬৪৮ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যাসহ অসাধু উপায়ে অর্জিত ও তাঁর জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৫০ লাখ ৩১ হাজার ৮১০ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনে মালেকের বিরুদ্ধে ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি মামলা করেন দুদক কর্মকর্তা নজরুল ইসলাম। একই বছরের ২৭ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন নজরুল ইসলাম।
২০২২ সালের ১১ মে মামলায় চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এদিকে একই সময়ে দায়ের করা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ১০ লাখ ৯২ হাজার ৫০ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগে আব্দুল মালেক ও তার স্ত্রী নার্গিস বেগমের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম আরেকটি মামলা করেন। ওই মামলাও একই আদালতে রায়ের জন্য তারিখ ধার্য ছিল। রায় প্রস্তুত না হওয়ায় আদালত রায়ের তারিখ পিছিয়ে দিয়েছেন।
উল্লেখ্য, ২০২১ সালে ২০ সেপ্টেম্বর অস্ত্র আইনের মামলায় আব্দুল মালেককে দুই ধারার অভিযোগে ৩০ বছরের কারাদণ্ড দেন আদালত। ২০২১ সালে স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালকের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। স্বাস্থ্য অধিদপ্তরের কয়েকটি গাড়ি নিজে ব্যবহার করতেন তিনি। ব্যবসার কাজে লাগাতেন। ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন কর্মচারীর কাছ থেকে ঘুষ নিয়ে বদলি বাণিজ্য করতেন। ঢাকাসহ বিভিন্ন এলাকায় বাড়ি-গাড়ি করেছেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসার পর তুরাগ থানা এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
অবৈধ সম্পদ অর্জনের দায়ে স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত সাবেক গাড়িচালক আব্দুল মালেককে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক জাকারিয়া হোসেন এ রায় দেন। পাশাপাশি অবৈধভাবে অর্জিত ১ কোটি ৫০ লাখ ৩১ হাজার ৮১০ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ১০ বছর এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অবৈধ সম্পদ অর্জনের শাস্তির সঙ্গে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে, জরিমানা দিতে ব্যর্থ হলে তাঁকে আরও ছয় মাস কারাভোগ করতে হবে। তথ্য গোপনের অভিযোগে তিন বছরের সশ্রম কারাদণ্ডের সঙ্গেও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে, জরিমানা পরিশোধে ব্যর্থ হলে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হবে।
দুই ধারার সাজা একত্রে চলবে মর্মে আদালত আদেশ দিয়েছেন। সে ক্ষেত্রে তাকে সর্বোচ্চ ১০ বছরের সাজা ভোগ করতে হবে বলে জানান দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি আসাদুজ্জামান রানা।
রায় ঘোষণার সময় মালেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাঁকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
৯৩ লাখ ৫৩ হাজার ৬৪৮ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যাসহ অসাধু উপায়ে অর্জিত ও তাঁর জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৫০ লাখ ৩১ হাজার ৮১০ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনে মালেকের বিরুদ্ধে ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি মামলা করেন দুদক কর্মকর্তা নজরুল ইসলাম। একই বছরের ২৭ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন নজরুল ইসলাম।
২০২২ সালের ১১ মে মামলায় চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এদিকে একই সময়ে দায়ের করা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ১০ লাখ ৯২ হাজার ৫০ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগে আব্দুল মালেক ও তার স্ত্রী নার্গিস বেগমের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম আরেকটি মামলা করেন। ওই মামলাও একই আদালতে রায়ের জন্য তারিখ ধার্য ছিল। রায় প্রস্তুত না হওয়ায় আদালত রায়ের তারিখ পিছিয়ে দিয়েছেন।
উল্লেখ্য, ২০২১ সালে ২০ সেপ্টেম্বর অস্ত্র আইনের মামলায় আব্দুল মালেককে দুই ধারার অভিযোগে ৩০ বছরের কারাদণ্ড দেন আদালত। ২০২১ সালে স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালকের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। স্বাস্থ্য অধিদপ্তরের কয়েকটি গাড়ি নিজে ব্যবহার করতেন তিনি। ব্যবসার কাজে লাগাতেন। ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন কর্মচারীর কাছ থেকে ঘুষ নিয়ে বদলি বাণিজ্য করতেন। ঢাকাসহ বিভিন্ন এলাকায় বাড়ি-গাড়ি করেছেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসার পর তুরাগ থানা এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
২ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৩ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৩ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৩ ঘণ্টা আগে