ফরিদপুর প্রতিনিধি
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শোকজ নোটিশের জবাব দেননি ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী জাফর উল্যাহ। তবে, তিনি প্রতিনিধির মাধ্যমে লিখিত জবাব দেওয়ার জন্য নির্বাচন অনুসন্ধানী কমিটির কাছে সময় চেয়েছেন বলে জানা গেছে।
ফরিদপুর জেলা যুগ্ম জেলা ও দায়রা জজ ২ নম্বর আদালতের পেশকার মো. শওকত মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কাজী জাফর উল্যাহ শোকজের জবাব দেওয়ার জন্য আগামী শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১টা পর্যন্ত সময় চেয়েছেন। আজ দুপুরে আকরামুজ্জামান রাজা নামে তাঁর একজন প্রতিনিধি কোর্টে এসে দরখাস্তের মাধ্যমে সময় বাড়ানোর আবেদন করেছেন।’
আকরামুজ্জামান রাজা ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কাজী জাফর উল্যাহর অনুসারী হিসেবে পরিচিত। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কাজী জাফর উল্যাহ সাহেবের সভা (মিটিং) থাকায় আসতে পারেননি। তার প্রতিনিধি হিসেবে আমি কোর্টে গিয়ে সময় চেয়েছি। কত দিন সময় চেয়েছি সেটা বলা যাবে না, টেকনিক্যাল কারণ আছে।’
এর আগে গতকাল বুধবার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী জাফর উল্যাহর বিরুদ্ধে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী।
পরে তাঁকে নির্বাচনী আচরণবিধি ২০০৮ এর বিধি ১১ (ক) এবং বিধি ৬ (খ) ও ৬ (গ) লঙ্ঘনের অভিযোগে শোকজ নোটিশ দেন ওই আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরী। নোটিশে তাঁকে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার মধ্যে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শোকজ নোটিশের জবাব দেননি ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী জাফর উল্যাহ। তবে, তিনি প্রতিনিধির মাধ্যমে লিখিত জবাব দেওয়ার জন্য নির্বাচন অনুসন্ধানী কমিটির কাছে সময় চেয়েছেন বলে জানা গেছে।
ফরিদপুর জেলা যুগ্ম জেলা ও দায়রা জজ ২ নম্বর আদালতের পেশকার মো. শওকত মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কাজী জাফর উল্যাহ শোকজের জবাব দেওয়ার জন্য আগামী শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১টা পর্যন্ত সময় চেয়েছেন। আজ দুপুরে আকরামুজ্জামান রাজা নামে তাঁর একজন প্রতিনিধি কোর্টে এসে দরখাস্তের মাধ্যমে সময় বাড়ানোর আবেদন করেছেন।’
আকরামুজ্জামান রাজা ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কাজী জাফর উল্যাহর অনুসারী হিসেবে পরিচিত। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কাজী জাফর উল্যাহ সাহেবের সভা (মিটিং) থাকায় আসতে পারেননি। তার প্রতিনিধি হিসেবে আমি কোর্টে গিয়ে সময় চেয়েছি। কত দিন সময় চেয়েছি সেটা বলা যাবে না, টেকনিক্যাল কারণ আছে।’
এর আগে গতকাল বুধবার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী জাফর উল্যাহর বিরুদ্ধে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী।
পরে তাঁকে নির্বাচনী আচরণবিধি ২০০৮ এর বিধি ১১ (ক) এবং বিধি ৬ (খ) ও ৬ (গ) লঙ্ঘনের অভিযোগে শোকজ নোটিশ দেন ওই আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরী। নোটিশে তাঁকে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার মধ্যে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে নেত্রকোনায় অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্রদল নেতা-কর্মীরা।
৫ মিনিট আগেকুমিল্লার চৌদ্দগ্রামে মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা করে গ্রামছাড়া হয়েছে সাবেক এক ইউপি সদস্যের পরিবার। আব্দুর রাজ্জাক নামের সাবেক ওই ইউপি সদস্যের বাড়ি গোলপাশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। তাঁর অভিযোগ, পাঁচ মাদক কারবারি তাঁর ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল। এ কারণে তিনি মামলা করলে আসামিরা তাঁকে মামলা তুলে নিতে
৯ মিনিট আগে৯ মাস পর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, মেরিনা জাহান কবিতাসহ আওয়ামী লীগের ৭৬ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ১০০-১২০ জনকে আসামি করা হয়েছে।
১৪ মিনিট আগেবৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি হিসেবে পরিচিত এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ...
১৫ মিনিট আগে