Ajker Patrika

দেশের সকল গণপরিবহনে হাফ পাসের দাবিতে ছাত্র অধিকারের মানববন্ধন

ঢাবি প্রতিনিধি
দেশের সকল গণপরিবহনে হাফ পাসের দাবিতে ছাত্র অধিকারের মানববন্ধন

শুধুমাত্র ঢাকা মহানগরে শিক্ষার্থীদের হাফ পাসের ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। একই সঙ্গে সারা দেশে সকল গণপরিবহনে হাফ পাসের প্রজ্ঞাপনের দাবিতে জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভ সমাবেশ করেছে। 

চলমান শিক্ষার্থী আন্দোলনের সংহতি জানিয়ে সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ দাবি জানায় ছাত্র অধিকার পরিষদ। এ সময় সংগঠনটির পক্ষ থেকে ৩ দফা দাবিও জানানো হয়। 

দাবিগুলো হলো—
 ১. হাফ-পাসের বিষয়ে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট প্রজ্ঞাপন দিতে হবে। 
২. শুধু মহানগরেই হাফ-পাস নয়; দেশের সকল জেলা-মহানগরেও হাফ-পাস ভাড়া কার্যকর করতে হবে এবং সড়ক দুর্ঘটনায় দেশে যে সকল শিক্ষার্থী ও সাধারণ মানুষ যারা মারা গেছেন তার সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে। 
৩. আর যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে সে লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। 

সমাবেশে সংগঠনটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, 'দেশের সকল শিক্ষার্থীদের জন্য ৭২ ঘণ্টার ভেতরে প্রজ্ঞাপন দিয়ে হাফ পাস নিশ্চিত করতে হবে। চলমান আন্দোলনে নাইম, মাইনুদ্দিনের তাজা লাশের বিনিময়ে ঢাকা শহরের শিক্ষার্থীরা হাফ পাস পেল কিন্তু বাইরের শিক্ষার্থীদের কি হাফ পাস লাগে না? ৩০% সিট খালি রেখেই বাসের ভাড়া নির্ধারণ করা হয়। সুতরাং ঢাকা সহ সারা দেশে শিক্ষার্থীদের হাফ পাসের বিষয়টি ধরেই ভাড়া নির্ধারণ করা হয়েছে। 

মন্ত্রীদের বক্তব্যের বিষয়ে বিন ইয়ামিন বলেন, সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা ইনিয়ে-বিনিয়ে বলার চেষ্টা করছেন যে, তারা গরিব। খরচ পোষাতে পারছেন না; উল্টো ভর্তুকি চাচ্ছেন; এগুলো তাদের টাল বাহানা। মন্ত্রীরা গর্ব করে বলছেন যে, তারাও হাফ ভাড়া দিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী ও ৬৯ এ হাফ ভাড়ার জন্য আন্দোলন করেছেন। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ১১ দফার প্রথম দফা ছিল হাফ ভাড়া। অথচ তারা হাফ পাস চালু করতে পারছেন না। সংসদে দাঁড়িয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেছেন এই আন্দোলনে ছাত্রলীগ হামলা করেনি। অথচ আমরা দেখলাম ছাত্রলীগের লোগো পড়া টি শার্ট গায়ে দিয়ে জয় বাংলা বলে হামলা করছে। ছাত্রলীগ, যুবলীগের নেতারা বিভিন্ন কাউন্টার থেকে মাসোহারা নেয় তো তারা ছাত্রদের এই আন্দোলনে হামলা ত করবেই। 

বিন ইয়ামিন আরও বলেন, কিন্তু সব ছাত্রলীগের পকেটে ত এই টাকা যায় না তাই ছাত্রলীগের ভাইদের ও এই আন্দোলনে নিজের জায়গা থেকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি। মন্ত্রী মহোদয় সংসদে দাঁড়িয়ে আরও বললেন, অ্যাডজাস্ট করতে হয় বলে কি বোঝালেন মন্ত্রী মহোদয়? তার বন্ধুরা যারা পরিবহন নেতা, শ্রমিক নেতা তাদের সঙ্গে ভাগ-বাঁটোয়ারা অ্যাডজাস্ট করতে হয়। মন্ত্রী মহোদয়ের উদ্দেশ্যে বলছি, অ্যাডজাস্ট করতে হলে ছাত্রদের সঙ্গে করুন; জনগণের সঙ্গে করুন। প্রজ্ঞাপন দিয়ে সারা দেশে হাফ পাস নিশ্চিত করুন। নইলে এই অ্যাডজাস্টমেন্ট বেশি দিন আর টিকবে না। 

সংগঠনটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব বলেন, 'বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সব সময় শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে পাশে ছিল এবং সেই জায়গা থেকে চলমান শিক্ষার্থী আন্দোলনের সংহতি জানিয়ে আসছে। এরই মধ্যে প্রজ্ঞাপনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছি। আমরা দেখতে পেয়েছি সরকার এক ধরনের অস্বচ্ছতার জায়গা থেকে শুধুমাত্র ঢাকা মহানগর হাফ-পাস ভাড়া কার্যকর করেছে। কিন্তু সারা দেশের শিক্ষার্থীরা বরং ঢাকা মহানগর শিক্ষার্থীদের তুলনায় নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত। তাদের পক্ষে পূর্ণ ভাড়া দেওয়া সম্ভব না। সেই জায়গা থেকে আমরা বলব সারা দেশে সব ধরনের গণপরিবহনে হাফ-পাস দিতে হবে। কিছুদিন পূর্বে নাঈমকে হত্যা ও গত পরশু রামপুরায় এসএসসি পরীক্ষার্থী মাঈনুদ্দিনকে বাস থেকে ফেলে হত্যায় করা হয়েছে। সুষ্ঠু তন্তদের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। 

বিক্ষোভ সমাবেশে সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীবের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি সোহেল মৃধা, অর্থ সম্পাদক প্রিয়ম আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ ও রুবেল মাহমুদ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত