সম্প্রতি ২৫ বছরে পদার্পণ করেছে চট্টগ্রামের প্রখ্যাত সংস্কৃতি চর্চাকেন্দ্র ফেইম স্কুল অব ড্যান্স, ড্রামা অ্যান্ড মিউজিক। এ উপলক্ষে বছরব্যাপী আয়োজনের অংশ হিসেবে ঢাকার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে দুই দিনব্যাপী নাট্যায়োজন করতে যাচ্ছে ফেইম।
আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় স্যামুয়েল বেকেটের বিখ্যাত নাটক ‘ওয়েটিং ফর গডো’ অবলম্বনে ‘প্রতীক্ষা অন্তহীন...’ এবং পরদিন শনিবার একই সময়ে বিখ্যাত গ্রিক নাট্যকার সফোক্লিসের কালোত্তীর্ণ ট্র্যাজেডি ‘অয়দিপাউস’ মঞ্চস্থ করবে দলটি।
ওয়েটিং ফর গডো নাটকটি অনুবাদ করেছেন কবীর চৌধুরী। দুজন মানুষের অনন্ত অপেক্ষা কোনো এক ছোট্ট আশার জন্য, এ যেন গোটা মানবসমাজের প্রতীক্ষা। বেকেটের ভিন্নধর্মী এই নাটকে কিছুই না ঘটার ভেতর দিয়ে ঘটতে থাকে দুজন মানুষ সৃষ্ট নানান অদ্ভুত সব কাণ্ড। গতানুগতিক ধারার বাইরের সংলাপ বুননে এ নাটক হয়ে উঠেছে কালোত্তীর্ণ ট্র্যাজি-কমেডি। এটি ফেইম এর ২৬তম প্রযোজনা। আর সফোক্লিসের বিখ্যাত নাটকটি নেওয়া হয়েছে সৈয়দ আলী আহসান ও সুধাংশু রঞ্জন ঘোষের অনুবাদ থেকে। গ্রিক পুরাণের বিখ্যাত চরিত্র রাজা অয়দিপাউসের নামের সঙ্গে আমরা অনেকে পরিচিত। নিয়তির নিষ্ঠুর ছকে রাজা অয়দিপাউসের করুণ পরিণতিই ফেইম তুলে এনেছে নির্দেশনা ও অভিনয়ের যুগপৎ শক্তিমত্তার মধ্য দিয়ে। এটি দলটির ৫ম প্রযোজনা। উল্লেখ্য, এই প্রযোজনাটি নিয়ে ভারতে ‘২০তম ভারত রঙ মহোৎসব’-এ অংশগ্রহণ করেছিল ফেইম।
দুটি নাটকেরই ডিজাইন, পরিকল্পনা ও নির্দেশনায় আছেন দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামার (এনএসডি) প্রাক্তনী এবং ফেইম পরিচালক অসীম দাশ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের শিক্ষক।
বিগত সময়ে ফেইম দেশে এবং দেশের বাইরে নিজেদের নান্দনিক নানান প্রযোজনা নিয়ে বহুল প্রশংসিত হয়েছে। ভারতের এনএসডি আয়োজনে অনুষ্ঠিত অন্যতম নাট্যোৎসব ‘ভারত রঙ মহোৎসব’-এ বাংলাদেশ থেকে সর্বোচ্চ ছয় বার এবং বিশ্বের অন্যতম নাট্যায়োজন ৮ম থিয়েটার অলিম্পিক-এ ফেইম প্রশংসা কুড়িয়েছে তাদের নান্দনিক প্রযোজনাসমূহ নিয়ে।
সম্প্রতি ২৫ বছরে পদার্পণ করেছে চট্টগ্রামের প্রখ্যাত সংস্কৃতি চর্চাকেন্দ্র ফেইম স্কুল অব ড্যান্স, ড্রামা অ্যান্ড মিউজিক। এ উপলক্ষে বছরব্যাপী আয়োজনের অংশ হিসেবে ঢাকার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে দুই দিনব্যাপী নাট্যায়োজন করতে যাচ্ছে ফেইম।
আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় স্যামুয়েল বেকেটের বিখ্যাত নাটক ‘ওয়েটিং ফর গডো’ অবলম্বনে ‘প্রতীক্ষা অন্তহীন...’ এবং পরদিন শনিবার একই সময়ে বিখ্যাত গ্রিক নাট্যকার সফোক্লিসের কালোত্তীর্ণ ট্র্যাজেডি ‘অয়দিপাউস’ মঞ্চস্থ করবে দলটি।
ওয়েটিং ফর গডো নাটকটি অনুবাদ করেছেন কবীর চৌধুরী। দুজন মানুষের অনন্ত অপেক্ষা কোনো এক ছোট্ট আশার জন্য, এ যেন গোটা মানবসমাজের প্রতীক্ষা। বেকেটের ভিন্নধর্মী এই নাটকে কিছুই না ঘটার ভেতর দিয়ে ঘটতে থাকে দুজন মানুষ সৃষ্ট নানান অদ্ভুত সব কাণ্ড। গতানুগতিক ধারার বাইরের সংলাপ বুননে এ নাটক হয়ে উঠেছে কালোত্তীর্ণ ট্র্যাজি-কমেডি। এটি ফেইম এর ২৬তম প্রযোজনা। আর সফোক্লিসের বিখ্যাত নাটকটি নেওয়া হয়েছে সৈয়দ আলী আহসান ও সুধাংশু রঞ্জন ঘোষের অনুবাদ থেকে। গ্রিক পুরাণের বিখ্যাত চরিত্র রাজা অয়দিপাউসের নামের সঙ্গে আমরা অনেকে পরিচিত। নিয়তির নিষ্ঠুর ছকে রাজা অয়দিপাউসের করুণ পরিণতিই ফেইম তুলে এনেছে নির্দেশনা ও অভিনয়ের যুগপৎ শক্তিমত্তার মধ্য দিয়ে। এটি দলটির ৫ম প্রযোজনা। উল্লেখ্য, এই প্রযোজনাটি নিয়ে ভারতে ‘২০তম ভারত রঙ মহোৎসব’-এ অংশগ্রহণ করেছিল ফেইম।
দুটি নাটকেরই ডিজাইন, পরিকল্পনা ও নির্দেশনায় আছেন দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামার (এনএসডি) প্রাক্তনী এবং ফেইম পরিচালক অসীম দাশ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের শিক্ষক।
বিগত সময়ে ফেইম দেশে এবং দেশের বাইরে নিজেদের নান্দনিক নানান প্রযোজনা নিয়ে বহুল প্রশংসিত হয়েছে। ভারতের এনএসডি আয়োজনে অনুষ্ঠিত অন্যতম নাট্যোৎসব ‘ভারত রঙ মহোৎসব’-এ বাংলাদেশ থেকে সর্বোচ্চ ছয় বার এবং বিশ্বের অন্যতম নাট্যায়োজন ৮ম থিয়েটার অলিম্পিক-এ ফেইম প্রশংসা কুড়িয়েছে তাদের নান্দনিক প্রযোজনাসমূহ নিয়ে।
কক্সবাজারে সমন্বিত মানবিক সহায়তা জোরদার করার লক্ষ্যে ব্র্যাক ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৫ মে) রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে ‘হিউম্যানিটারিয়ান-ডেভেলপমেন্ট কোএক্সিসটেন্স নেক্সাস টু অ্যাড্রেস রোহিঙ্গা ক্রাইসিস ইন কক্সবাজার’ শীর্ষক একটি প্রকল্পের যাত্রা...
৩৭ মিনিট আগেঢাকা উত্তর সিটি করপোরেশনের বাড্ডা ইস্টার্ন হাউজিংয়ের আফতাবনগরের দুটি ব্লক এবং স্যানভ্যালির আংশিক জায়গায় অস্থায়ী পশুর হাট বসানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
১ ঘণ্টা আগেদুমকিতে দলবদ্ধ ধর্ষণ মামলার ভুক্তভোগী (স্কুলছাত্রী) আত্মহত্যার পর তাঁর মায়ের মানসিক ও শারীরিক অবস্থার বিষয়টিকে গুরুত্ব দিয়ে সরকারি ব্যবস্থাপনায় পেশাদার কাউন্সেলিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হোসেন এই আদেশ দেন।
১ ঘণ্টা আগেআজ সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানিয়েছে। এতে বলা হয়, এতদ্দ্বারা সংশ্লিষ্ট হজ এজেন্সির স্বত্বাধিকারী/অংশীদার/পরিচালক/চেয়ারম্যানগণের অবগতির জন্য জানানো যাচ্ছে, আগামীকাল ৬ মার্চ (মঙ্গলবার) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রোডে ভিভিআইপি মুভমেন্ট থাকবে। ফলে র
১ ঘণ্টা আগে