সম্প্রতি ২৫ বছরে পদার্পণ করেছে চট্টগ্রামের প্রখ্যাত সংস্কৃতি চর্চাকেন্দ্র ফেইম স্কুল অব ড্যান্স, ড্রামা অ্যান্ড মিউজিক। এ উপলক্ষে বছরব্যাপী আয়োজনের অংশ হিসেবে ঢাকার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে দুই দিনব্যাপী নাট্যায়োজন করতে যাচ্ছে ফেইম।
আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় স্যামুয়েল বেকেটের বিখ্যাত নাটক ‘ওয়েটিং ফর গডো’ অবলম্বনে ‘প্রতীক্ষা অন্তহীন...’ এবং পরদিন শনিবার একই সময়ে বিখ্যাত গ্রিক নাট্যকার সফোক্লিসের কালোত্তীর্ণ ট্র্যাজেডি ‘অয়দিপাউস’ মঞ্চস্থ করবে দলটি।
ওয়েটিং ফর গডো নাটকটি অনুবাদ করেছেন কবীর চৌধুরী। দুজন মানুষের অনন্ত অপেক্ষা কোনো এক ছোট্ট আশার জন্য, এ যেন গোটা মানবসমাজের প্রতীক্ষা। বেকেটের ভিন্নধর্মী এই নাটকে কিছুই না ঘটার ভেতর দিয়ে ঘটতে থাকে দুজন মানুষ সৃষ্ট নানান অদ্ভুত সব কাণ্ড। গতানুগতিক ধারার বাইরের সংলাপ বুননে এ নাটক হয়ে উঠেছে কালোত্তীর্ণ ট্র্যাজি-কমেডি। এটি ফেইম এর ২৬তম প্রযোজনা। আর সফোক্লিসের বিখ্যাত নাটকটি নেওয়া হয়েছে সৈয়দ আলী আহসান ও সুধাংশু রঞ্জন ঘোষের অনুবাদ থেকে। গ্রিক পুরাণের বিখ্যাত চরিত্র রাজা অয়দিপাউসের নামের সঙ্গে আমরা অনেকে পরিচিত। নিয়তির নিষ্ঠুর ছকে রাজা অয়দিপাউসের করুণ পরিণতিই ফেইম তুলে এনেছে নির্দেশনা ও অভিনয়ের যুগপৎ শক্তিমত্তার মধ্য দিয়ে। এটি দলটির ৫ম প্রযোজনা। উল্লেখ্য, এই প্রযোজনাটি নিয়ে ভারতে ‘২০তম ভারত রঙ মহোৎসব’-এ অংশগ্রহণ করেছিল ফেইম।
দুটি নাটকেরই ডিজাইন, পরিকল্পনা ও নির্দেশনায় আছেন দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামার (এনএসডি) প্রাক্তনী এবং ফেইম পরিচালক অসীম দাশ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের শিক্ষক।
বিগত সময়ে ফেইম দেশে এবং দেশের বাইরে নিজেদের নান্দনিক নানান প্রযোজনা নিয়ে বহুল প্রশংসিত হয়েছে। ভারতের এনএসডি আয়োজনে অনুষ্ঠিত অন্যতম নাট্যোৎসব ‘ভারত রঙ মহোৎসব’-এ বাংলাদেশ থেকে সর্বোচ্চ ছয় বার এবং বিশ্বের অন্যতম নাট্যায়োজন ৮ম থিয়েটার অলিম্পিক-এ ফেইম প্রশংসা কুড়িয়েছে তাদের নান্দনিক প্রযোজনাসমূহ নিয়ে।
সম্প্রতি ২৫ বছরে পদার্পণ করেছে চট্টগ্রামের প্রখ্যাত সংস্কৃতি চর্চাকেন্দ্র ফেইম স্কুল অব ড্যান্স, ড্রামা অ্যান্ড মিউজিক। এ উপলক্ষে বছরব্যাপী আয়োজনের অংশ হিসেবে ঢাকার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে দুই দিনব্যাপী নাট্যায়োজন করতে যাচ্ছে ফেইম।
আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় স্যামুয়েল বেকেটের বিখ্যাত নাটক ‘ওয়েটিং ফর গডো’ অবলম্বনে ‘প্রতীক্ষা অন্তহীন...’ এবং পরদিন শনিবার একই সময়ে বিখ্যাত গ্রিক নাট্যকার সফোক্লিসের কালোত্তীর্ণ ট্র্যাজেডি ‘অয়দিপাউস’ মঞ্চস্থ করবে দলটি।
ওয়েটিং ফর গডো নাটকটি অনুবাদ করেছেন কবীর চৌধুরী। দুজন মানুষের অনন্ত অপেক্ষা কোনো এক ছোট্ট আশার জন্য, এ যেন গোটা মানবসমাজের প্রতীক্ষা। বেকেটের ভিন্নধর্মী এই নাটকে কিছুই না ঘটার ভেতর দিয়ে ঘটতে থাকে দুজন মানুষ সৃষ্ট নানান অদ্ভুত সব কাণ্ড। গতানুগতিক ধারার বাইরের সংলাপ বুননে এ নাটক হয়ে উঠেছে কালোত্তীর্ণ ট্র্যাজি-কমেডি। এটি ফেইম এর ২৬তম প্রযোজনা। আর সফোক্লিসের বিখ্যাত নাটকটি নেওয়া হয়েছে সৈয়দ আলী আহসান ও সুধাংশু রঞ্জন ঘোষের অনুবাদ থেকে। গ্রিক পুরাণের বিখ্যাত চরিত্র রাজা অয়দিপাউসের নামের সঙ্গে আমরা অনেকে পরিচিত। নিয়তির নিষ্ঠুর ছকে রাজা অয়দিপাউসের করুণ পরিণতিই ফেইম তুলে এনেছে নির্দেশনা ও অভিনয়ের যুগপৎ শক্তিমত্তার মধ্য দিয়ে। এটি দলটির ৫ম প্রযোজনা। উল্লেখ্য, এই প্রযোজনাটি নিয়ে ভারতে ‘২০তম ভারত রঙ মহোৎসব’-এ অংশগ্রহণ করেছিল ফেইম।
দুটি নাটকেরই ডিজাইন, পরিকল্পনা ও নির্দেশনায় আছেন দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামার (এনএসডি) প্রাক্তনী এবং ফেইম পরিচালক অসীম দাশ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের শিক্ষক।
বিগত সময়ে ফেইম দেশে এবং দেশের বাইরে নিজেদের নান্দনিক নানান প্রযোজনা নিয়ে বহুল প্রশংসিত হয়েছে। ভারতের এনএসডি আয়োজনে অনুষ্ঠিত অন্যতম নাট্যোৎসব ‘ভারত রঙ মহোৎসব’-এ বাংলাদেশ থেকে সর্বোচ্চ ছয় বার এবং বিশ্বের অন্যতম নাট্যায়োজন ৮ম থিয়েটার অলিম্পিক-এ ফেইম প্রশংসা কুড়িয়েছে তাদের নান্দনিক প্রযোজনাসমূহ নিয়ে।
চট্টগ্রামে বাঁশখালী উপজেলার মোজাহের আলী (৪৮) নামে এক মামলার বাদীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭ নং ওয়ার্ডের গোলাপ জানিতে এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগেঝালকাঠিতে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝালকাঠি জেলা শাখা ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ ওঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে ঝালকাঠি জেলা ছাত্রলীগের পক্ষে শেখ মুজিবর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো
২০ মিনিট আগেশরীয়তপুরে অ্যাম্বুলেন্স ব্যবসায়ী সিন্ডিকেটের বাঁধার মুখে জেলার বাইরের একটি অ্যাম্বুলেন্স অসুস্থ নবজাতককে নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে না পারায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় শরীয়তপুর জেলা শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজন ও
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
৭ ঘণ্টা আগে