Ajker Patrika

রানা প্লাজায় নিহত–আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে সমাবেশ

সাভার(ঢাকা) প্রতিনিধি
রানা প্লাজার বেদীতে মোমবাতি প্রজ্জলন। ছবি: আজকের পত্রিকা
রানা প্লাজার বেদীতে মোমবাতি প্রজ্জলন। ছবি: আজকের পত্রিকা

সাভারে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের স্মরণে পোশাকশিল্পে শোক দিবস ঘোষণা, স্মৃতিস্তম্ভ নির্মাণ, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণসহ নানা দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মোমবাতি প্রজ্বলন করেছেন হতাহত শ্রমিক–স্বজন ও বিভিন্ন সংগঠনের নেতা–কর্মীরা। আজ বুধবার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে রানা প্লাজার সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়নের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, রানা প্লাজা দুর্ঘটনার ১২ বছর পূর্ণ হলেও ক্ষতিপূরণ নিশ্চিত করা হয়নি। এটাকে দুর্ঘটনা বললে ভুল হবে, এটা একটি হত্যাকাণ্ড। ক্ষতিগ্রস্ত সবার প্রয়োজনীয় সহায়তা, পুনর্বাসন ও আহত ব্যক্তিদের দীর্ঘমেয়াদি চিকিৎসা দিতে হবে।

রানা প্লাজার বেদীতে মোমবাতি প্রজ্জলন। ছবি: আজকের পত্রিকা
রানা প্লাজার বেদীতে মোমবাতি প্রজ্জলন। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, ‘শ্রমিকেরা আহত হওয়ার পর চিকিৎসার জন্য দ্বারে দ্বারে ঘুরেছেন। তাঁরা এখন পর্যন্ত ক্ষতিপূরণ পেলেন না। ১২ বছর পার হয়ে গেল রানা প্লাজার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার আমরা দেখতে পাই নাই। অন্তর্বর্তী সরকারের কাছে আমরা বিচার ও ক্ষতিপূরণের দাবি জানাই।’

বাংলাদেশ টেক্সটাইল-গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুব আলম ইসমাইল বলেন, রানা প্লাজার জায়গা ও সম্পদ বাজেয়াপ্ত করে আহত ও নিহত শ্রমিকের পরিবারকে পুনর্বাসন, আহতদের সুচিকিৎসা এবং সোহেল রানাসহ দায়ী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ২৪ এপ্রিলকে জাতীয় শোক দিবস ঘোষণা করতে হবে।

এ সময় বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশন, সম্মিলিত শ্রমিক ফেডারেশন, রানা প্লাজা সারভাইভারস অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত