Ajker Patrika

কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে এক স্কুলছাত্রী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ওই বাড়িতে যাওয়ার পর থেকে সে কিছুই খায়নি। প্রেমিক তাকে বিয়ে না করলে সেখানেই আত্মহত্যার হুমকি দিয়েছে সে।

ওই ছাত্রীর অভিযোগ, উপজেলার টুপুরিয়া গ্রামের মিজানুর রহমান মোল্লার ছেলে ইব্রাহিম মোল্লা (২৫) দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে তিন বছর ধরে প্রেমের সম্পর্ক করে আসছিলেন। এ সময় ইব্রাহিম মোল্লা বিয়ের প্রলোভন দিয়ে ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন।

এদিকে সম্প্রতি ইব্রাহিম মোল্লার পরিবার তাঁর বিয়ের জন্য অন্যত্র পাত্রী দেখে। এ খবর পাওয়ার পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ওই স্কুলছাত্রী ইব্রাহিম মোল্লার বাড়িতে গিয়ে অবস্থান নেয়। ওই স্কুলছাত্রী বাড়িতে ওঠার পর ইব্রাহিম মোল্লা ও তাঁর পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে যায়। বর্তমানে ওই স্কুলছাত্রী ইব্রাহিম মোল্লার চাচা সিদ্দিক মোল্লার ঘরে অবস্থান করছে।

ওই স্কুলছাত্রী বলে, ‘ইব্রাহিম মোল্লা আমাকে বিয়ে না করলে এই বাড়িতেই আমি আত্মহত্যা করব।’

ইব্রাহিম মোল্লার চাচি রাজিয়া বেগম বলেন, ‘মেয়েটি আজ দুই দিন ধরে আমাদের বাড়িতে অবস্থান করছে। তবে এই দুই দিনে সে কিছুই খায়নি। আমরা তাকে খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করেছি। এভাবে সে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বে। আমরা মেয়ের বাবাকে বলেছি, তিনি যেন তার মেয়েকে বুঝিয়ে বাড়ি নিয়ে যান।’

ওই ছাত্রীর বাবা বলেন, ‘ইব্রাহিম মোল্লা যে কাজ করেছে, তাতে সমাজে আমার মুখ দেখানোর অবস্থা নেই। আমি চাই, ইব্রাহিম মোল্লা আমার মেয়েকে বিয়ে করুক। আর সে বিয়ে না করলে আমি আইনের আশ্রয় নেব।’

ইব্রাহিম ও তাঁর পরিবারের লোকজন পলাতক থাকায় এ বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোকছেদ আলী শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমি খবর নিয়ে সামাজিকভাবে এটি সমাধানের চেষ্টা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত