Ajker Patrika

নির্বাচনের সময় ঘোষণার আহ্বান ওয়ার্কার্স পার্টির

অনলাইন ডেস্ক
নির্বাচনের সময় ঘোষণার আহ্বান ওয়ার্কার্স পার্টির

দেশকে সাংবিধানিক ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণার আহ্বান জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলের পলিটব্যুরোর সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক অবস্থার পর্যালোচনা শেষে গৃহীত রাজনৈতিক প্রস্তাবের আলোকে এ আহ্বান জানিয়েছে দলটি।

আজ শনিবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় মিডিয়া বিভাগের আহ্বায়ক মোস্তফা আলমগীর রতন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

সভায় দলের সভাপতি রাশেদ খান মেননের নামে হত্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তাঁর মুক্তি দাবি করেছে দলটি। গত শুক্রবার পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হাসান মানিকের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে পলিটব্যুরোর সভায় গৃহীত প্রস্তাবের বরাতে বলা হয়, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দেশের চলমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে অতি দ্রুত দেশকে সাংবিধানিক ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে সকল রাজনৈতিক পক্ষকে নিয়ে জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণার আহ্বান জানাচ্ছে। রাজনৈতিক স্থিতিশীলতা, জনগণের জানমালের নিরাপত্তা, সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠাসহ দৈনন্দিন বাজার মূল্য নিয়ন্ত্রণ সাপেক্ষে জনগণকে স্বস্তি দেওয়ার কাজটি প্রধান বিবেচনায় নিয়ে সরকার কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার সংস্কারের যে কর্মসূচি ঘোষণা করেছেন তা যদি দীর্ঘ সময় নেয় এবং নতুন কোনো সাংবিধানিক সংকট সৃষ্টি হয়, তাহলে সরকারের চাওয়া-পাওয়ার সঙ্গে জনগণের আশা আকাঙ্ক্ষার ফারাক সৃষ্টি হবে যা ইতিবাচক ফলাফল বয়ে আনবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত