Ajker Patrika

যানজটে বিদেশগামী যাত্রীদের দুর্ভোগ

নুরুল আমিন হাসান, উত্তরা (ঢাকা) 
যানজটে বিদেশগামী যাত্রীদের দুর্ভোগ

গাজীপুরের টঙ্গী ও রাজধানীর আব্দুল্লাহপুরের সংযোগস্থল টঙ্গী ব্রিজ ভেঙে যাওয়ার কারণে উত্তরা ও টঙ্গী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যার ফলে ভোগান্তিতে পরতে হচ্ছে সাধারণ যাত্রীদের পাশাপাশি বিদেশগামী যাত্রীদের।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার সন্ধ্যায় বিদেশগামী যাত্রীদের সঙ্গে কথা বলে এ দুর্ভোগের বিষয়ে জানা যায়। 

বিদেশগামী যাত্রীরা আজকের পত্রিকাকে বলেন, আমরা অন্যান্য দিনের মত সময় নিয়ে বের হয়েছি। কিন্তু টঙ্গী ব্রিজ ভাঙা থাকার কারণে গাজীপুরের বোর্ড বাজার এলাকা থেকে উত্তরা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে আমাদেরকে সঠিক সময়ে বিমানবন্দরে আসতে বিলম্ব হচ্ছে। কয়েকজনের ফ্লাইট মিস হয়েছে বলেও জানতে পারছি। 

সৌদিগামী একজন নারী যাত্রী আজকের পত্রিকাকে বলেন, মহাসড়কে তীব্র যানজটের কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে বিমানবন্দরে পৌঁছাতে পারিনি। ফলে এখন সৌদির ফ্লাইট ধরতে পারব কি-না তা বলতে পারছি না। আবার তো করোনার কারণে পরীক্ষা নিরীক্ষাও করতে হবে। 

এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক আজকের পত্রিকাকে বলেন, 'টঙ্গী ব্রিজ ভেঙে যাওয়ার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা ও গাজীপুরের টঙ্গী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তাই আমরা দেখতে পারছি অনেক যাত্রীরাই সঠিক সময়ে বিমানবন্দরে উপস্থিত হতে পারছেন না। ফলে আমরা বিদেশগামী যাত্রীদের উদ্দেশ্যে বলব-রাস্তার যানজটের বিষয়টি মাথায় রেখে আপনারা অবশ্যই সময় হাতে নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবে। 

প্রসঙ্গত, টঙ্গী ব্রিজটি বুধবার দিবাগত রাত ২টার দিকে ভেঙে যায়। এরপর থেকে টঙ্গী ব্রিজ দিয়ে ঢাকাগামী যানচলাচল বন্ধ রয়েছে। এসব যানবাহনগুলো টঙ্গীর মুন্নু মিলগেট দিয়ে কামারপাড় সংযোগ সড়ক ব্যবহার ঢাকায় প্রবেশ করছে। অন্যদিকে থেমে থেমে অপরপাশ দিয়ে ঢাকা থেকে ছেড়ে যাওয়া গাজীপুরগামী পরিবহন চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত