নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মেট্রোরেলের ভায়াডাক্ট বা উড়ালপথের ওপর পরীক্ষামূলক পারফরম্যান্স পরীক্ষার আগেই আজ শুক্রবার উত্তরা থেকে পল্লবী পর্যন্ত মেট্রোরেল চালিয়ে প্রস্তুতিমূলক মহড়া শেষ করেছে মেট্রোরেলে কর্তৃপক্ষ। আগামী রোববার উড়ালপথের রেললাইনে ওপর ফাইনালি মেট্রোরেলের প্রথম পারফরম্যান্স পরীক্ষা হবে।
প্রস্তুতিমূলক মহড়ার বিষয়ে জানতে চাইলে মেট্রোরেলের প্রজেক্ট ম্যানেজার এ বি এম আরিফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আগামী রোববার ভায়াডাক্টের ওপরে যে পরীক্ষা হবে তার আগে আজ মেট্রোরেলের নিরাপত্তা এবং প্রস্তুতিমূলক একটা পরীক্ষা করেছি। মেট্রোরেলের উত্তরার ডিপো থেকে শুরু করে মিরপুরের পল্লবী পর্যন্ত চারটা স্টেশনে চালিয়ে দেখা হয়েছে।
এ বি এম আরিফুর রহমান আরও বলেন, এই প্রস্তুতিমূলক মহড়ায় আমরা দেখেছি কোচের সঙ্গে প্ল্যাটফর্মের উচ্চতা ঠিক আছে কিনা। তা ছাড়া ট্রেন চালানোর জন্য যতগুলো মেজারমেন্ট দরকার সবগুলোই আজকে দেখা হয়েছে। আজকের প্রস্তুতিমূলক মহড়ায় সবকিছুই ঠিক ছিল। আমরা আশা করছি আগামী রোববার ফাইনালি পারফরম্যান্স পরীক্ষা শুরু করতে পারব।
এদিক, মেট্রোরেলের প্রস্তুতিমূলক মহড়ায় আজ ৫ থেকে ১৫ কিলোমিটার গতিতে চালিয়ে দেখা হয়েছে বলে জানা গেছে। উড়ালপথের রেল লাইনের ওপরে মেট্রোরেলের চলার ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২০ দশমিক ১০ কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রোরেলের উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রুটটি লাইন-৬ বলা হয়। গেল জুলাই মাস পর্যন্ত সব মিলিয়ে কাজ এগিয়েছে ৬৮ দশমিক ৪৯ শতাংশ। উত্তরা থেকে আগারগাঁও অংশের কাজ হয়েছে সবচেয়ে বেশি। এ অংশে কাজ হয়েছে ৮৮ দশমিক ১৮ শতাংশ। আগামী ডিসেম্বরে এই অংশটি মেট্রোরেলে যাত্রী পরিবহনের জন্য চালু করতে চায় সরকার।
রাজধানীর যানজট কমাতে ও নগরবাসীর যাতায়াত আরামদায়ক মেট্রোরেল নির্মাণকাজ শুরু হয় ২০১২ সালে। প্রকল্পের নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। এর মধ্যে ১৬ হাজার ৫৯৫ কোটি টাকা দিচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও ৫ হাজার ৩৯০ কোটি টাকা বাংলাদেশ সরকারের।
মেট্রোরেলের ভায়াডাক্ট বা উড়ালপথের ওপর পরীক্ষামূলক পারফরম্যান্স পরীক্ষার আগেই আজ শুক্রবার উত্তরা থেকে পল্লবী পর্যন্ত মেট্রোরেল চালিয়ে প্রস্তুতিমূলক মহড়া শেষ করেছে মেট্রোরেলে কর্তৃপক্ষ। আগামী রোববার উড়ালপথের রেললাইনে ওপর ফাইনালি মেট্রোরেলের প্রথম পারফরম্যান্স পরীক্ষা হবে।
প্রস্তুতিমূলক মহড়ার বিষয়ে জানতে চাইলে মেট্রোরেলের প্রজেক্ট ম্যানেজার এ বি এম আরিফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আগামী রোববার ভায়াডাক্টের ওপরে যে পরীক্ষা হবে তার আগে আজ মেট্রোরেলের নিরাপত্তা এবং প্রস্তুতিমূলক একটা পরীক্ষা করেছি। মেট্রোরেলের উত্তরার ডিপো থেকে শুরু করে মিরপুরের পল্লবী পর্যন্ত চারটা স্টেশনে চালিয়ে দেখা হয়েছে।
এ বি এম আরিফুর রহমান আরও বলেন, এই প্রস্তুতিমূলক মহড়ায় আমরা দেখেছি কোচের সঙ্গে প্ল্যাটফর্মের উচ্চতা ঠিক আছে কিনা। তা ছাড়া ট্রেন চালানোর জন্য যতগুলো মেজারমেন্ট দরকার সবগুলোই আজকে দেখা হয়েছে। আজকের প্রস্তুতিমূলক মহড়ায় সবকিছুই ঠিক ছিল। আমরা আশা করছি আগামী রোববার ফাইনালি পারফরম্যান্স পরীক্ষা শুরু করতে পারব।
এদিক, মেট্রোরেলের প্রস্তুতিমূলক মহড়ায় আজ ৫ থেকে ১৫ কিলোমিটার গতিতে চালিয়ে দেখা হয়েছে বলে জানা গেছে। উড়ালপথের রেল লাইনের ওপরে মেট্রোরেলের চলার ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২০ দশমিক ১০ কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রোরেলের উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রুটটি লাইন-৬ বলা হয়। গেল জুলাই মাস পর্যন্ত সব মিলিয়ে কাজ এগিয়েছে ৬৮ দশমিক ৪৯ শতাংশ। উত্তরা থেকে আগারগাঁও অংশের কাজ হয়েছে সবচেয়ে বেশি। এ অংশে কাজ হয়েছে ৮৮ দশমিক ১৮ শতাংশ। আগামী ডিসেম্বরে এই অংশটি মেট্রোরেলে যাত্রী পরিবহনের জন্য চালু করতে চায় সরকার।
রাজধানীর যানজট কমাতে ও নগরবাসীর যাতায়াত আরামদায়ক মেট্রোরেল নির্মাণকাজ শুরু হয় ২০১২ সালে। প্রকল্পের নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। এর মধ্যে ১৬ হাজার ৫৯৫ কোটি টাকা দিচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও ৫ হাজার ৩৯০ কোটি টাকা বাংলাদেশ সরকারের।
আবদুল হালিম বলেন, জামায়াত সরকার গঠন করলে কাউকে বোরকা পরতে বাধ্য করা হবে না। তবে শালীনতার বিষয়ে কথা বলা হবে এবং কর্মক্ষেত্রে নারীদের স্বাধীনতা সুরক্ষিত করা হবে।
১ সেকেন্ড আগেবান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় চান্দের গাড়ি উল্টে হ্লায়ইনু মারমা (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। এতে শিশুসহ পাঁচজন আহত হন। আজ বুধবার (২০ আগস্ট) বিকেলে মেরাইপাড়াসংলগ্ন পাহাড়ে এ দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগেজয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের বালুকাপাড়া গ্রামে ‘একঘরে’ করে রাখা এক দিনমজুর আব্দুল জলিল প্রামাণিককে মারধর করা হয়েছে। এতে তাঁর বাম হাত ভেঙে যায়। এ ঘটনায় তিনি থানায় মামলা করেছেন। গতকাল মঙ্গলবার রাতে মামলাটি রেকর্ড করা হয়। তবে এজাহারে একঘরে করে রাখার বিষয়টি উল্লেখ নেই।
১১ মিনিট আগেজুলাই সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হলে নির্বাচনের দিকে এগোনো সম্ভব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
৩১ মিনিট আগে