Ajker Patrika

টঙ্গীতে অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ৩৮
টঙ্গীতে অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট

গাজীপুরের টঙ্গীতে বসতবাড়িতে অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাতে টঙ্গীর সাতাইশ দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে ডাকাত দলের সদস্যরা প্রায় ২২ ভরি স্বর্ণালংকার, প্রায় ১১ লাখ নগদ টাকা ও পাঁচটি মোবাইল ফোন লুটে নেয়।

আজ বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী পরিবারের ফারুক তাঁর বাড়িতে ডাকাতি হয়েছে বলে এই অভিযোগ করেন। 

সরেজমিনে গিয়ে জানা যায়, বুধবার দিবাগত রাত ২টার দিকে ওই বাড়ির দ্বিতীয় তলার রান্নাঘরের লোহার গ্রিল কেটে বাসায় ঢোকে ডাকাত দল। তাদের কাছে থাকা পিস্তল, ধারালো অস্ত্র ঠেকিয়ে সবাইকে জিম্মি করে ঘর থেকে প্রায় ২২ ভরি স্বর্ণালংকার, ১১ লাখ টাকা ও পাঁচটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ডাকাত দলের সদস্যরা বাসা থেকে বেরিয়ে গেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে। 

বাড়ির মালিক ফারুক অভিযোগ করে বলেন, ‘রাতে সবাই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ করে ছয়-সাতজন ডাকাত পিস্তল ও ধারালো ছুরি দেখিয়ে আমার ছেলে ও পরিবারের অন্যদের জিম্মি করে সব লুটে নেয়। বৃহস্পতিবার ভোরে পুলিশে খবর দিই। ডাকাতির মামলা করব।’

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিআইডির একটি দল ঘটনাস্থলে এসেছে। ঘটনার সময় বাড়ির সিসিটিভি বন্ধ ছিল। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত